×

খেলা

রাওয়ালপিন্ডি টেস্ট

টাইগারদের সিরিজ জয়ের হাতছানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টাইগারদের সিরিজ জয়ের হাতছানি

ছবি: সংগৃহীত

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেটে জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে নাজমুল হোসেন শান্ত বাহিনী। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতে আরো একটি ইতিহাস গড়তে মুখিয়ে আছে টাইগাররা। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও গাজী টিভি।

বাজে আবহাওয়ার কারণে প্রথম টেস্টের মতো আজ দ্বিতীয় টেস্টও দেরিতে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল বৃষ্টির জন্য ভালোমতো অনুশীলন করতে পারেনি টাইগাররা। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় টেস্টে শান্ত-মুশফিকরা ড্র করতে করলেও সিরিজ জয় নিশ্চিত করবে। কারণ প্রথম টেস্ট জিতে ইতোমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

পাকিস্তানের বিপক্ষে ১৪তম মোকাবিলায় এসে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। দ্বিতীয় টেস্টেও পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে উদগ্রীব লাল-সবুজের প্রতিনিধিরা। আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে দুটি রেকর্ডের হাতছানি রয়েছে মুশফিকুর রহিমের সামনে।

রাওয়ালপিন্ডি টেস্টে জয়ের আগে ১৩ মোকাবিলায় ১২টিতে হার ও ১টিতে ড্র করেছিল টাইগারদের। বেশির ভাগ ম্যাচই ইনিংস ব্যবধানে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু প্রথম টেস্টের পর পরিসংখ্যানের চিত্র পাল্টে দেয় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

এবারো রেকর্ড পক্ষে না থাকলেও টেস্ট সিরিজ জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশ। গত ২৪ বছরে ১৪৩টি টেস্ট খেলে মাত্র ২০টিতে জয় এবং ১০৫টি হেরেছে টাইগাররা। ১০টি টেস্ট সিরিজ জয় আছে তাদের।

সর্বমোট ৬০টি দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৩টিতে জয় এবং ৯টিতে ড্র এবং ৪৮টি সিরিজ হেরেছে তারা।

পরিসংখ্যান অনুযায়ী প্রথম ম্যাচে জয় পাওয়া সিরিজের মধ্যে তিনটি টেস্ট সিরিজই জিতেছে বাংলাদেশ। একই সঙ্গে প্রথম টেস্টে জয় পাওয়া সিরিজের মধ্যে ৭টি টেস্ট সিরিজ ড্রও করেছে তারা। শেষবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর সিরিজ ড্র করেছিল বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ১০ উইকেটে হারার পর আজ দ্বিতীয় টেস্টে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনতে যাচ্ছে পাকিস্তান। শাহিন আফ্রিদিকে দ্বিতীয় টেস্টে দল থেকে বাদ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App