হাথুরুর ভবিষ্যত নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৯:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
রাজনৈতিক পালাবদলের হাওয়ায় নাজমুল হাসান পাপনের উত্তরসূরী হিসেবে নতুন করে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। দায়িত্ব নিয়ে সবকিছু ঢেলে সাজানোর পরিকল্পনা তার।
এদিকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে এই মুহূর্তে পাকিস্তান সফরে আছে বাংলাদেশ। আগামী শুক্রবার (৩০ আগস্ট) রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে।
পাকিস্তানে দলের সঙ্গেই আছেন চণ্ডিকা হাথুরুসিংহে। চুক্তি অনুযায়ী, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত লাল-সবুজ শিবিরে থাকার কথা হাথুরুর। তবে নতুন বিসিবি বস দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই টাইগার শিবিরে তাকে না রাখার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। আর্থিক ক্ষতি হলেও তাকে বিদায় বলতে রাজি বিসিবি। তবে কবে নাগাদ লাল-সবুজ শিবির ছাড়ছেন লঙ্কান এই মাইন্ডমাস্টার, সেই প্রসঙ্গে এখনও কিছুই জানায়নি দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে হাথুরুকে নিয়ে ফারুক আহমেদ বলেন, হাথুরুসিংহের ব্যাপারে আমাদের আলাপ হয়েছে। আসলে একটা কোচ... সাকিব আল হাসানের ব্যাপারেও যেটা বলেছিলাম, টেস্ট ম্যাচের মাঝখানে কোনো কিছু করতে চাই না, ট্যুরের মাঝখানে। একটা স্বায়ত্তশাসিত বোর্ডের কর্তা হয়ে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু আমাদের চিন্তা করতে হবে, কোনো জিনিসে যেন বিরক্ত না করি।
তিনি যোগ করেন, তার মানে এই না যে বিরক্ত কখনোই করতে পারবো না। আমাদের জন্য যেটা সেরা হবে, এই টেস্ট সিরিজটা যাক। আমরা এটা নিয়ে খুব আলোচনা করছি। সবার মতামত নিচ্ছি। চেষ্টা করবো...।
দলে হাথুরুর অবদান কতটা বা তার দায়িত্বে কোনো ঘাটতি নিয়ে বিসিবি বস বলেন, এটাতো তদন্তের মতোই, কতটা ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের। ওটা আমরা দেখে ভালোভাবে সিদ্ধান্ত নেব। নিশ্চিত থাকুন অদূর ভবিষ্যতে কিছু একটা দেখতে পারবেন।