সাকিব ইস্যুতে যে সিদ্ধান্ত বিসিবির
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৮:৫৮ পিএম
সাকিব আল হাসান
গত কয়েকদিন ধরেই আলোচনায় সাকিব আল হাসান। গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলার অন্যতম আসামিও তিনি। জাতীয় দল থেকে তাকে বাদ দিতে লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছে। এমন পরিস্থিতিতে সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন জেগেছিল।
তবে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-বিসিবি জানিয়েছিল, সাকিবের শাস্তি হওয়ার আগপর্যন্ত তাকে ছাড় দেওয়া হবে। এর আগপর্যন্ত খেলা চালিয়ে যাবেন দেশের ক্রিকেটের এই পোস্টারবয়।
এদিকে দায়িত্ব নেওয়ার পর আজই (২৯ আগস্ট) প্রথম মিটিংয়ে বসেছিল ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নতুন বিসিবি বস। এ সময়ে ফারুক আহমেদ জানান, সাকিবের ব্যাপারে ভারত সিরিজের পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
অন্যদিকে পাকিস্তান সিরিজের পরই দেশে ফিরছেন না সাবেক এই টাইগার দলপতি। দ্য গ্রিন ম্যানদের মাটিতে টেস্ট সিরিজ শেষে কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে পাড়ি জমাবেন তিনি। সেখান থেকেই ভারত সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।
এ নিয়ে বোর্ডপ্রধানের ভাষ্য, ওর এনওসি নেওয়া আছে। ভারত সিরিজ বাইরে থেকে এসেই খেলবে। ভারত সিরিজের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।