লিজেন্ডস লিগে দল পাননি তামিম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৭:০৭ পিএম
তামিম ইকবাল
দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে তামিম ইকবাল। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন। সাবেক এই অধিনায়ককে সর্বশেষ ঘরোয়া লিগ-ডিপিএলেও খেলতে দেখা গেছে। জাতীয় দলে তার ফেরার গুঞ্জনও উঠেছে, কিন্তু তা নিশ্চিত নয়।
যদিও ক্রিকেটে ফিরছেন এই ওপেনার। আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ন্যাশনাল ক্রিকেট লিগে খেলবেন তামিম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় এমনটিই জানান তিনি।
এদিকে লিজেন্ডস লিগের নিলামে নাম লিখিয়েছিলেন তামিম। কিন্তু দল পাননি সাবেক এই অধিনায়ক।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিল্লিতে লিজেন্ডস লিগ ক্রিকেটের আগামী আসরের নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার অবিক্রিত থেকেছেন।
তামিম ছাড়াও বাংলাদেশ থেকে বেশ কয়েকজন ক্রিকেটার এবার দল পাননি। এই তালিকায় মোহাম্মদ আশরাফুল, নাফিস ইকবাল, এনামুল হক জুনিয়র, অলক কাপালি ও ইলিয়াস সানিরা আছেন।
বিদেশি তারকাদের মধ্যে তিলাকরত্নে দিলশান, অ্যারন ফিঞ্চ, শন মার্শ, মার্টিন গাপটিল, হাশিম আমলা, উপুল থারাঙ্গা, বেন কাটিং, মিচেল ম্যাকক্লেনাঘানসহ অনেকেই অবিক্রিত থেকেছেন।