×

খেলা

‘অবসরের আগে রোহিত-কোহলির পাকিস্তানে খেলা উচিত’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৩:২৬ পিএম

‘অবসরের আগে রোহিত-কোহলির পাকিস্তানে খেলা উচিত’

রোহিত শর্মা এবং বিরাট কোহলি

বিশ্বক্রিকেটে আলোচিত দুই নাম রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ভারতের আইকন ক্রিকেটারও তারা। যেকোনো পরিস্থিতিতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তারা। বিশ্বের সব প্রান্তেই তাদের সমর্থক রয়েছে, পাকিস্তানও এর বাইরে নয়।

তবে ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে একবারও পাকিস্তানের মাটিতে খেলা হয়নি কোহলির। অন্যদিকে ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কেবল ৬টি ম্যাচ পাকিস্তানে খেলেছেন রোহিত। তা-ও ক্যারিয়ারের শুরুর দিকে।

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন রাজত্ব করা এই দুই ক্রিকেটারের ক্যারিয়ার এখন গোধূলিতে। ইতোমধ্যেই টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন তারা। এজন্য সাবেক পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমল মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার আগে কোহলি-রোহিতের পাকিস্তানের মাটিতে খেলা উচিত।

এক সাক্ষাৎকারে টাইমস অব ইন্ডিয়াকে কামরান বলেন, ‘অবসরের আগে কোহলি, রোহিতের পাকিস্তান সফর করা উচিত। তারা দুজন বিশ্ব ক্রিকেটের তারকা, বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে খেলছে। প্রত্যেকটা সমর্থক তাদের পছন্দ করেন। তাদের ব্যাটিং এবং ম্যাচ জেতানো পারফরম্যান্সের কারণে বড় ধরনের সমর্থক-ভিত্তি আছে।’

কামরান আরও বলেন, ‘বিশ্বজুড়ে অনেকেই কোহলিকে রোল মডেল মনে করে। রোহিত তো বিশ্বকাপজয়ী অধিনায়ক। বুমরাহ এই মুহূর্তে বিশ্বের সেরা পেসার। এই খেলোয়াড়েরা যখন পাকিস্তান আসবে, প্রত্যেক দর্শক একটা ভিন্ন অনুভূতিতে ভেসে যাবেন। কোহলি যদিও আগেই এসেছে, কিন্তু তখন তো জনপ্রিয় ছিল না। এখন এলে দেখতে পারবে, পাকিস্তানে তার জনপ্রিয়তা কেমন। পাকিস্তানে বিশ্বের আর কোনো খেলোয়াড় ওর মতো এত জনপ্রিয় নয়।’

উল্লেখ্য, রাজনৈতিক টানাপোড়নে ২০০৮ সাল থেকে পাকিস্তান সফর করে না ভারত। পাকিস্তানে গত এশিয়া কাপ বসলেও সেখানে যায়নি ম্যান ইন ব্লুরা। শেষমেশ হাইব্রিড মডেলে গড়ায় টুর্নামেন্টটি। তবে ভারত সেখানে খেলবে বলেই ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি সেলিম আলতাফ গ্রেপ্তার

কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি সেলিম আলতাফ গ্রেপ্তার

পেশাদার সাংবাদিকতা করেছি, আমি সরকারের সুবিধা নেইনি

রিমান্ড শুনানিতে শ্যামল দত্ত পেশাদার সাংবাদিকতা করেছি, আমি সরকারের সুবিধা নেইনি

১৭ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৭ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে, কী বলছেন বিশেষজ্ঞরা?

শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে, কী বলছেন বিশেষজ্ঞরা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App