হঠাৎ ক্রিকেট ছাড়ার ঘোষণা ক্যারিবীয় পেসারের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০২:৩৪ পিএম
শ্যানন গ্যাব্রিয়েল
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ২০১২ সালে ক্যারিবিয়ানদের হয়ে অভিষিক্ত এই ক্রিকেটার এখন পর্যন্ত ৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৫৯টি টেস্ট, ২৫টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন।
মূলত ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিয়মিত সাদা পোশাকেই খেলেছেন গ্যাব্রিয়েল। টেস্টে ৩২ দশমিক ২১ গড়ে ১৬৬টি উইকেট নিয়েছেন। এ ছাড়া ছয়বার ৫ উইকেট পেয়েছেন। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ১৩ উইকেট শিকার করেছিলেন তিনি। টেস্টে ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ সেরা বোলিং ফিগার এটি। গত বছরের জুলাইয়ে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি।
অবসর প্রসঙ্গে ইনস্টাগ্রামে গ্যাব্রিয়েল লেখেন, ‘গত ১২ বছরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নিজেকে উৎসর্গ করেছিলাম। ভালোবাসার ক্রিকেট সর্বোচ্চ পর্যায়ে খেলা আমাকে আনন্দ দিয়েছে। কিন্তু সব ভালো জিনিসের একটা শেষ আছে।’
নিজের ভবিষ্যৎ সম্পর্কে তার ভাষ্য, ‘সামনে আমার পরিকল্পনা হচ্ছে নিজের দেশকে (ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো) প্রতিনিধিত্ব করে যাওয়া। ক্যারিয়ারে যে আগ্রহ ও ভালোবাসা নিয়ে দলের প্রতিনিধিত্ব করেছি, সেভাবে সারা দুনিয়ার ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে প্রতিনিধিত্ব করা।’