×

খেলা

প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করল উইন্ডিজরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করল উইন্ডিজরা

ওয়েস্ট ইন্ডিজ দল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে গতকাল ৮ উইকেটে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের ৩টি ম্যাচেই দুর্দান্ত জয়ে দক্ষিণ আফ্রিকাকে ধবলধোলাই দিল ক্যারিবীয়রা। গতকাল শুরুতে ব্যাট করতে নেমে ডিএলএস ম্যাথডে কমিয়ে আনা ১৩ ওভারে ১০৮ রানের পুঁজি গড়ে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে সিরিজের ১ম ম্যাচে ৭ উইকেটে এবং ২য় ম্যাচে ৩০ রানে জিতেছে উইন্ডিজরা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও হেরেছে দক্ষিণ আফ্রিকা। ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিতে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে ১১৬ রানের লক্ষ্য ৯ দশমিক ২ ওভারেই ৮ উইকেট হাতে রেখে টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ। গতকাল টসে হেরে আগে ব্যাটিং করে ট্রিস্টান স্টাবসের ১৫ বলে ৪০ রানের ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা করে ৪ উইকেটে ১০৮ রান।

ডিএলস নিয়মে ওয়েস্ট ইন্ডিজ লক্ষ্য পায় ১১৬ রানের। শাই হোপের ২৪ বলে ৪২, নিকোলাস পুরানের ১৩ বলে ৩৫ রানের ইনিংসে এই রান হেসে খেলে তাড়া করে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া ১৭ বলে ৩১ রান করেন শিমরন হেটমায়ার। যদিও এরা কেউ ম্যাচসেরা হননি। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ২ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নেয়া পেসার রোমারিও শেফার্ড। সিরিজসেরা হয়েছেন শাই হোপ। সিরিজের ৩টি ম্যাচেই ব্যাট হাতে ভালো করেছেন হোপ। গতকাল ৪২ রানে অপরাজিত থাকা ব্যাটার প্রথম ম্যাচে করেন ৫১ রান, পরেরটিতে ৪১ রান। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিদায় নিতে হয়েছিল সুপার এইট পর্ব থেকে। সেই দলটাকে ৩-০ ব্যবধানে হারানো দুর্দান্ত এক অর্জন বলে মনে করছেন শেফার্ড। তিনি জানান, ‘যে দলটা আমাদের বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে, তাদের সব ম্যাচে হারানো দুর্দান্ত’।

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজ বলেছেন, ‘সিরিজটি ৩-০ ব্যবধানে জিততে চেয়েছিলাম। সংক্ষিপ্ত এ ম্যাচে চেয়েছি আমাদের ক্রিকেটাররা সহজাত খেলাটা খেলুক। ছেলেরা দুর্দান্ত খেলেছে’। দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ ফাইনালে তোলা অধিনায়ক এইডেন মার্করাম উন্নতির অনেক জায়গা দেখছেন। তিনি বলেন, ‘কঠিন ম্যাচ গেছে। সম্ভবত সবচেয়ে কঠিন কন্ডিশনে খেলেছি। এরপরও দল হিসেবে উন্নতির জায়গা আছে। তাতে কিছুটা সময় লাগবে, এখান থেকে নেয়ারও কিছু আছে কিন্তু হারাটা কখনোই ভালো কিছু নয়’।

এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩০ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ১৭৯ রানের লক্ষ্য দেয় ক্যারিবীয়রা। জবাবের ব্যাট করতে নেমে ১৪৯ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। ক্যারিবীয়দের হয়ে ম্যাচে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন শামার জোসেফ ও রোমারিও শেফার্ড। তবে ম্যাচসেরা হয়েছিরেন রোমারিও শেফার্ড। এর আগে সিরিজের ১ম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৭৪ রান তুলেছিল প্রোটিয়ারা। নিকোলাস পুরানের ২৬ বলে অপরাজিত ৬৫ রানের বিধ্বংসী ইনিংসে ১৩ বল হাতে রেখেই লক্ষ্য টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে ব্রায়ান লারা একাডেমিতে যেটি ছিল সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্দোলনের সময় হওয়া মামলা তুলে নেয়ার দাবি শিক্ষার্থীদের

আন্দোলনের সময় হওয়া মামলা তুলে নেয়ার দাবি শিক্ষার্থীদের

৪২ বছর আগের স্মৃতি ফেরালেন শান্ত

৪২ বছর আগের স্মৃতি ফেরালেন শান্ত

ফের ৫ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান

ফের ৫ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান

জাতিসংঘে মোদি ও ইউনূসের বৈঠক হচ্ছে না

জাতিসংঘে মোদি ও ইউনূসের বৈঠক হচ্ছে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App