×

খেলা

এবার বাংলাদেশে দল পাঠাচ্ছে না নিউজিল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৪:২৯ পিএম

এবার বাংলাদেশে দল পাঠাচ্ছে না নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে যাওয়ার পর আরো একটি দুঃসংবাদ এলো। ট্রাভেল রেস্ট্রিকশনের কারণে নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর স্থগিত হয়েছে। 

দুটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর কিউইদের বাংলাদেশে আসার কথা ছিল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো হওয়ার কথা ছিল। 

তবে নির্ধারিত সময়ে না হলেও পরবর্তীতে ব্ল্যাক-ক্যাপসদের আতিথেয়তা দেওয়ার ব্যাপারে আশাবাদী দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।

এ নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, ‘ভ্রমণে সতর্কতা থাকায় বোর্ডের কিছু করার থাকে না। এটি রাষ্ট্রীয় বিষয়। ওদের সঙ্গে আলাপ করছি। সফরটি বাতিল হবে না। আশা করছি, অন্য কোনো সুবিধাজনক সময়ে সিরিজ আয়োজন করতে পারব।’

এদিকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্ট খেলতে আগামী অক্টোবরে ভারত সফর আছে কিউইদের। সেই সিরিজের প্রস্তুতি হিসেবেই বাংলাদেশ সফরকে তারা দেখছিল। তবে সেটি আর হচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৌলভীবাজারে ৭ থানার ওসিকে একযোগে বদলি

মৌলভীবাজারে ৭ থানার ওসিকে একযোগে বদলি

মণিপুরে গোপন অস্ত্রাগারের সন্ধান

মণিপুরে গোপন অস্ত্রাগারের সন্ধান

বন্যার অজুহাতে মাছ-মাংসের বাজারে অস্বস্তি

বন্যার অজুহাতে মাছ-মাংসের বাজারে অস্বস্তি

সাগরে নিম্নচাপের সম্ভাবনা, বৃষ্টি বেড়ে কমতে পারে গরম

সাগরে নিম্নচাপের সম্ভাবনা, বৃষ্টি বেড়ে কমতে পারে গরম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App