৪২১ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৬:৫৯ পিএম
ছবি: এপি
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাহাড় সমান পুঁজি পেয়েছে পাকিস্তান। ১১৩ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে কোনো উইকেট না হারিয়ে ২৭ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দ্বিতীয় দিনের শেষ ঘণ্টায় ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দুর্দান্ত শুরু করেন দুই টাইগার ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। শেষপর্যন্ত ২৭ রানে দিন শেষ করেছে টাইগাররা। ৪২ বলে ১১ রানে জাকির এবং ৩০ বলে ১২ রান করে অপরাজিত রয়েছেন সাদমান।
এর আগে, ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল স্বাগতিকরা। দেখে-শুনেই খেলতে থাকেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটার। উইকেটে থিতু হয়ে সাবলীল ব্যাটিং করতে থাকেন তারা।
উইকেটে থিতু হয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন শাকিল। তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি এটি। অন্যদিকে শাকিলের আগেই ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পান উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
এরপর চতুর্থ উইকেটে ১৯২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলীয় তিন শ পার করেন শাকিল ও রিজওয়ান। তবে দ্বিতীয় সেশনের শেষদিকে প্যাভিলিয়নে ফেরেন সৌদ শাকিল।
মিরাজের অফ-স্টাম্পের বাইরে ঝুলানো বল সামনে বাড়িয়ে খেলতে চেয়েছিলেন এই ব্যাটার। কিন্তু পরাস্থ হন মিরাজের টার্নে। বাকিটা কাজটা সহজেই সারেন উইকেটকিপার লিটন দাস। এতে ভাঙে শাকিল-রিজওয়ানের ২৪০ রানের অনবদ্য জুটি। ৯ চারের মারে ২৬১ বল মোকাবিলায় ১৪১ রানে সাজঘরে ফেরেন শাকিল।
এরপর দলীয় ৩৯৮ রানের মাথায় আগা সালমানকে ড্রেসিংরুমের পথ দেখান সাকিব। এই অলরাউন্ডারের ফ্লাইটেড ডেলিভারি বুঝে ওঠার আগেই ব্যাকওয়ার্ড পয়েন্টে মিরাজের হাতে ক্যাচ তুলে নেন সালমান। সাজঘরে ফেরার আগে এক বাউন্ডারিতে ১৯ রানের ইনিংস সাজিয়েছিলেন এই ব্যাটিং অলরাউন্ডার।
এরপর ব্যাট হাতে নেমে রিজওয়ানকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন শাহীন শাহ আফ্রিদি। শেষ পর্যন্ত ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল। রিজওয়ান ২৩৯ বলে ১৭১ রানে এবং শাহিন শাহ আফ্রিদি ২৪ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।
লাল-সবুজের হয়ে বল হাতে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন হাসান ও শরিফুল।