×

খেলা

ইউটিউব চ্যানেল খুলে রোনালদোর বিশ্বরেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০২:৩১ পিএম

ইউটিউব চ্যানেল খুলে রোনালদোর বিশ্বরেকর্ড

ছবি: সংগৃহীত

অনেক আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, এক্স (সাবেক টুইটার) ও ইনস্টাগ্রামে সক্রিয় ক্রিস্টিয়ানো রোনালদো। এসব প্লাটফর্মে সবাইকে বহু আগেই ছাড়িয়ে গেছেন তিনি। এবার অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে চ্যানেল খুলেছেন সি’আর সেভেন। নাম দিয়েছেন ‘ইউআর ক্রিস্টিয়ানো’।

বুধবার (২১ আগস্ট) চ্যানেল খোলার পরপরই তার ভক্ত-সমর্থকরা হামলে পড়েছেন। একদিনেই ১ কোটি ২৫ লাখ ছাড়িয়েছে অনুসারীর সংখ্যা। মাত্র এক ঘণ্টাতেই অনুসারী ১ মিলিয়ন স্পর্শ করেছে; যা নতুন বিশ্বরেকর্ড। এর আগে, এত কম সময়ে কোনো চ্যানেলের অনুসারীসংখ্যা ১০ লাখ ছাড়ায়নি।

শুধু তা-ই না, মাত্র দুই ঘণ্টার ব্যবধানে মাঠের চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। সেটিও মাত্র ১৮টি ভিডিও আপলোড করেই।

‘ইউআর ক্রিস্টিয়ানো’ লিখে সার্চ দিলেই পরিচিতিতে ‘ইউআর ক্রিস্টিয়ানোয় স্বাগত—এটা ক্রিস্টিয়ানো রোনালদোর অফিশিয়াল ইউটিউব চ্যানেল।’ লেখা দেখা যাচ্ছে।

বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ইউটিউব চ্যানেল খোলার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান রোনালদো। পর্তুগিজ এই মহাতারকা লেখেন, ‘অপেক্ষার পালা শেষ। অবশেষে আমার ইউটিউব চ্যানেল চলে এল! SIUUUbscribe (সাবসক্রাইব করুন) এবং আমার এই নতুন যাত্রায় যোগ দিন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করি

তারেক রহমান সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করি

উপদেষ্টা ফাওজুল কবিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যে আলাপ হলো

উপদেষ্টা ফাওজুল কবিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যে আলাপ হলো

‘আমার সঙ্গে যারা অবিচার করেছে, আল্লাহ তাদের প্রাপ্য দেবেন’

‘আমার সঙ্গে যারা অবিচার করেছে, আল্লাহ তাদের প্রাপ্য দেবেন’

নানকের ভারতে পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে পাহারা-তল্লাশি

নানকের ভারতে পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে পাহারা-তল্লাশি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App