×

খেলা

দ্বিতীয় দিনে প্রথম সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০১:১৪ পিএম

দ্বিতীয় দিনে প্রথম সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে কোনো সাফল্য পায়নি বাংলাদেশের বোলাররা। অন্যদিকে পাকিস্তানকে বড় সংগ্রহের পথ দেখাচ্ছেন দুই অপরাজিত ব্যাটার সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। মধ্যাহৃ বিরতির আগে স্বাগতিকদের সংগ্রহ ৭০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৬ রান।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে সাবলীল ব্যাটিংয়ে দলীয় পুঁজি বাড়িয়ে নিতে থাকেন শাকিল ও রিজওয়ান। আগের দিনই ফিফটি ছুঁয়েছিলেন শাকিল। এবার ফিফটি ছুঁয়ে ফেলেন রিজওয়ান। দুজনে মিলে টাইগার বোলারদের শাসন করতে থাকেন।

কার্যকরী ব্যাটিংয়ে সেঞ্চুরির অনেক কাছে থেকে লাঞ্চ বিরতিতে গেছেন তারা। ১৬৯ বলে ৮৬ রান করে অপরাজিত শাকিল। অন্যদিকে ১৩১ বলে ৮৯ রান করে ক্রিজে আছেন রিজওয়ান। তাদের অবিচ্ছিন্ন জুটি থেকে ১৪২ রান এসেছে।

এর আগে, বৃষ্টি বাগড়ায় বিলম্বে শুরু হওয়া রাওয়ালপিন্ডি টেস্টে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রানে প্রথম দিনের খেলা শেষ করে স্বাগতিকরা।

এদিন শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ১৬ রানে ৩ উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। এরপর খাঁদের কিনারা থেকে দলকে পথ দেখান সৌদ শাকিল-সায়েম জুটি। রানের চাকা সচল রেখে সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন সায়েম। তবে দলীয় ১১৪ রানে তাকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন হাসান। এতে ভাঙে তাদের ৯৮ রানের অবিচ্ছিন্ন জুটি।

শেষবেলায় ক্রিজে আসেন মোহাম্মদ রিজওয়ান। উইকেটকিপার এই ব্যাটারকে সঙ্গে নিয়েই লড়াই চালিয়ে যান শাকিল। ৮২ বলে ফিফটিও পূর্ণ করেন। শেষপর্যন্ত ১৫৮ রানে প্রথমদিন শেষ করে পাকিস্তান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৫ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৫ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App