×
Icon ব্রেকিং
সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

খেলা

থিম্পুতে দুটি প্রীতি ম্যাচ খেলবে জামালরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

থিম্পুতে দুটি প্রীতি ম্যাচ খেলবে জামালরা

ছবি: সংগৃহীত

সেপ্টেম্বর উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, তা চূড়ান্ত হয়েছিল বেশ কিছুদিন আগেই। তবে ম্যাচ ঢাকায় হবে নাকি থিম্পুতে এ সিদ্ধান্তে পৌঁছাতে দেরি হওয়ায় বাফুফেও এই ম্যাচ দুটি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

দুই দিন আগে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার নিশ্চিত করেছিলেন ভুটানের বিপক্ষে খেলা হবে। ভেন্যু ঠিক করতে আরো দু-একদিন লাগবে। বাফুফে চেয়েছিল ভুটানের বিপক্ষে ম্যাচ দুটি আয়োজন করতে। ঘরের মাঠের সুবিধা নিয়ে ভুটানের বিপক্ষে খেলার চেষ্টা করেও পারেনি বাফুফে। ভুটান প্রথম বাংলাদেশে এসেই ম্যাচ দুটি খেলতে চেয়েছিল। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরবর্তী পরিস্থিতিতে মত পাল্টেছে ভুটান। তাই বাংলাদেশকে এখন অ্যাওয়েতে গিয়েই ম্যাচ দুটি খেলতে হবে।

জুলাইয়ে ফিফা নারী উইন্ডোতে বাংলাদেশ ভুটানের বিপক্ষে খেলেছিল। সাবিনারা দুটি ম্যাচই জেতেন স্বাগতিকদের বিপক্ষে। ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর চলমান পরিস্থিতিতে ভুটান বাংলাদেশে আসতে রাজি হয়নি। অগত্যা বাংলাদেশকেই যেতে হবে ভুটান। থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে ৫ ও ৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ম্যাচ দুটি খেলতে ৩০ আগস্ট থিম্পু যাবে বাংলাদেশ ফুটবল দল।

এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেছেন, ‘ভুটান রাজি হয়নি বাংলাদেশে আসতে। তাই থিম্পুতেই আমরা ম্যাচ দুটি খেলব।’ তবে ম্যাচ দুটির জন্য বাংলাদেশের প্রস্তুতি শুরু কবে, তা নিয়ে বাফুফে সম্পাদক এখনো চূড়ান্ত কিছু জানাতে পারেননি। সহসাই এ ব্যাপারে কোচ তার পরিকল্পনা জানানোর কথা বাফুফেকে।

ভুটানের সঙ্গে কেন খেলছে বাংলাদেশ, আর কোনো প্রতিপক্ষ পাওয়া যায়নি? ফুটবল অঙ্গনে অনেকের মনেই এই প্রশ্ন। বাফুফে বলছে, ভুটানকে হারাতে পারলে বাংলাদেশের র?্যাঙ্কিং বাড়বে।

আগামী মার্চে অনুষ্ঠেয় এশিয়ান কাপের বাছাইয়ে ৪ নম্বর পট থেকে ৩ নম্বর পটে আসার সম্ভাবনা আছে। তাতে তুলনামূলক কম শক্তির দল পাওয়া যাবে গ্রুপে। তবে ভুটানের মাটিতে ভুটানকে হারানো কঠিনই বাংলাদেশের জন্য। ভুটানের (১৮২) র?্যাঙ্কিং এখন বাংলাদেশেরও (১৮৪) উপরে। বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ১১ জুন। কাতারে বিশ্বকাপ বাছাইয়ের ওই ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে হেরেছে লেবাননের কাছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

সাবেক তিন আইজিপি ও র‌্যাবের দুই মহাপরিচালকসহ ৮৮ পুলিশের নামে মামলা

সাবেক তিন আইজিপি ও র‌্যাবের দুই মহাপরিচালকসহ ৮৮ পুলিশের নামে মামলা

কিউবার জালে ব্রাজিলের ১০ গোল

কিউবার জালে ব্রাজিলের ১০ গোল

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App