বাংলাদেশ থেকে সরে গেলো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১১:০৪ পিএম
ছবি: সংগৃহীত
শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে সরে গেলো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। দেশে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, মঙ্গলবার (২০ আগস্ট) বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মেগা টুর্নামেন্টটির নতুন আয়োজক হয়েছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ৩-২০ অক্টোবর মরুর দেশে অনুষ্ঠিত হবে গোটা আসর।
বাংলাদেশ থেকে টুর্নামেন্টটি সরিয়ে নেয়ার তোড়জোড় শুরু করে আইসিসি। পরে ২০ আগস্ট পর্যন্ত সময় চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ডেডলাইন শেষ হওয়ার দিনে সভায় বসে সিদ্ধান্ত নিলো আইসিসি।
এর আগপর্যন্ত বিসিবি থেকে বাংলাদেশেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের আশ্বাস দেয়া হচ্ছিল। তবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো এদেশে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। মূলত, সেই কারণেই টুর্নামেন্ট অন্যত্র সরিয়ে নেয়া হলো।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়। ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে নিরাপত্তা নিয়ে সংশয় কাটছে না। এমন পরিস্থিতিতে শঙ্কা প্রকাশ করে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করা যথার্থ হবে না বলে জানিয়েছে আইসিসি।