বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দেখাবে যেসব চ্যানেল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০১:২২ পিএম
ছবি: সংগৃহীত
দীর্ঘ বিরতি শেষে ফের মাঠের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রেসে রাওয়ালপিন্ডি টেস্ট দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২২ গজে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি।
দেশের দুই বেসরকারি টিভি চ্যানেল দুই ম্যাচের এই সিরিজ দেখাবে । টি স্পোর্টস ও জিটিভির পর্দায় শান্ত-সাকিবদের ম্যাচ দেখা যাবে।
এদিকে ম্যাচ শুরুর প্রায় ৪০ ঘণ্টা আগে একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। ওপেনিংয়ে শফিকের সঙ্গে সাইম আইয়ূব নামবেন। তবে একাদশে বিশেষজ্ঞ স্পিনার নেই কোন । ৪ পেসার নিয়ে একাদশ সাজিয়েছে দ্য গ্রিন ম্যানরা।
স্পিন অলরাউন্ডার সালমান আলী আঘা স্বাগতিকদের একাদশে জায়গা পেয়েছেন। তিনি মূলত ব্যাটিং অলরাউন্ডার। ১২ টেস্টে মাত্র ১৮৩ ওভার হাত ঘুরিয়েছেন তিনি। ১২ উইকেট শিকার করেছেন।
একাদশে থাকা ৪ পেসার হলেন- শাহিন আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলী। এর মধ্যে নাসিম শাহ ১৭ টেস্ট, খুররম দ্বিতীয় ও তৃতীয় টেস্ট খেলতে নামবেন মোহাম্মদ আলী।
অন্যদিকে মাহমুদুল হাসান জয় এবং তাসকিন আহমেদ বাংলাদেশ দলে এই ম্যাচে থাকছেন না। তবে দ্বিতীয় টেস্ট দিয়েই ফিরবেন তাসকিন। ৩ পেসার আর ২ স্পিন অলরাউন্ডার নিয়ে গড়া হতে পারে বাংলাদেশের একাদশ।