×

খেলা

রাসেল-হোল্ডারকে বিশ্রামে রেখে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৯:১৯ পিএম

রাসেল-হোল্ডারকে বিশ্রামে রেখে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

ছবি: সংগৃহীত

আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার ও আলজারি জোসেফকে ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ। তাদেরকে বিশ্রাম দিয়েই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

গেল জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়ানদের হয়ে খেলেছিলেন রাসেল। সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে দ্য হান্ড্রেড ক্রিকেটেও খেলেন তিনি। এক বিবৃতিতে সিডব্লিউআই জানিয়েছে, নিজ থেকেই বিশ্রাম চেয়েছেন রাসেল।

রাসেলের মতো হোল্ডারও বিশ্রাম নিয়েছেন। দেশের হয়ে টানা পাঁচটি টেস্ট খেলেছেন তিনি। বিশ্রামে থাকা অবস্থায় সিডব্লিউআই বিজ্ঞান ও মেডিসিন দলের সঙ্গে কাজ করবেন রাসেল ও হোল্ডার।

সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রাম পেয়েছিলেন জোসেফ। প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও বিশ্রামে থাকছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সুপার এইটের ম্যাচে পিঠের ইনজুরিতে পড়েছিলেন ব্র্যান্ডন কিং। এখনও সুস্থ হতে পারেননি তিনি। 

দলে জায়গা ধরে রেখেছেন গত ডিসেম্বরে জাতীয় দলের হয়ে খেলা হেটমায়ার। দলে ফিরেছেন বিশ্বমঞ্চে সুযোগ না পাওয়া অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন।

দল প্রসঙ্গে প্রধান কোচ ড্যারেন সামি, ‘শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি হবার আগে আমাদের সামনে নতুনভাবে দল সাজানো ও ম্যাচ নিয়ে পরিকল্পনা করার সেরা সুযোগ। সম্প্রতি আমরা তাদের সঙ্গে খেলেছি ও মিশ্র ফল পেয়েছি। তাই এটি আমাদের জন্য রোমাঞ্চকর ও গুরুত্বপূর্ণ সিরিজ। যে দল নির্বাচন করেছি, তাতে আমরা আত্মবিশ্বাসী এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে আমাদের চোখ। আমি জানি, সাফল্যের জন্য ছেলেরা উদগ্রীব থাকবে।’

দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। আগামী ২৪ আগস্ট থেকে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে দল দুটি।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেইজ (সহ-অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, ফাবিয়ান অ্যালেন, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ওবেড ম্যাককয়, গুডাকেশ মোতি, নিকোলাস পুরান, শেরফানে রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App