×

খেলা

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তামিম, যা বলছেন সুজন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৮:২৯ পিএম

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তামিম, যা বলছেন সুজন

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিদর্শনে এসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (১৯ আগস্ট) বিসিবি কার্যালয় ও মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখেন তিনি। ক্রীড়া এই উপদেষ্টার আগে তামিম ইকবালও বিসিবিতে আসেন। মূলত সাবেক এই অধিনায়ককে নিয়েই বিসিবি প্রাঙ্গণ ঘুরে দেখেন ক্রীড়া উপদেষ্টা। এ সময় বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী তার সঙ্গে ছিলেন ।

এ নিয়ে পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। আসিফ জানান, ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখছেন তিনি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানেও (বিকেএসপি) যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু পারেননি।

এদিকে বোর্ড সিইও নিজামউদ্দিন বোর্ড সিইও নিজামউদ্দিন। তার ভাষ্য, ‘শুধু তামিম নয় কারও সঙ্গেই আলাদা করে কথা বলেননি উপদেষ্টা মহোদয়। তবে ঠিক কোন ভূমিকায় তামিম ওনাদের ঘুরিয়ে দেখালেন সেটা বলতে পারব না। আগে থেকে যোগাযোগ ছিল সে কারণেই সঙ্গে ছিল আর কি।’

তিনি আরও বলেন, বোর্ডে সুযোগ-সুবিধা সরেজমিনে দেখেছেন। আমার মনে হয়েছে, তার কিছু পরিকল্পনা রয়েছে। তিনি সম্ভবত অন্য ফেডারেশনগুলোও সামনের দিনগুলোতে পরিদর্শন করবেন।

এদিকে আগামী অক্টোবরে বাংলাদেশে নারীদের টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা। তবে রাজনৈতিক কারণে বিশ্বকাপ আয়োজনে শঙ্কা জেগেছে। 

এ নিয়ে বোর্ড সিইও জানিয়েছেন, তারা বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আশাবাদী। সরকার আন্তরিক এবং সেনাবাহিনী নিরাপত্তা দিতে প্রস্তুত। বিসিবির প্রস্তুতি নিয়ে আইসিসিও খুশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আম্বানীর কর্মচারীর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন অনন্যা

আম্বানীর কর্মচারীর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন অনন্যা

চট্টগ্রাম থেকে ওমানগামী উড়োজাহাজের ভারতে জরুরি অবতরণ

চট্টগ্রাম থেকে ওমানগামী উড়োজাহাজের ভারতে জরুরি অবতরণ

হঠাৎ আলোচনায় জেসিয়া ইসলামের গ্ল্যামার, সমালোচনা ও ব্যক্তিগত জীবন

হঠাৎ আলোচনায় জেসিয়া ইসলামের গ্ল্যামার, সমালোচনা ও ব্যক্তিগত জীবন

উত্তাল সাগরে ২১ ট্রলার ডুবে জেলে নিখোঁজ

উত্তাল সাগরে ২১ ট্রলার ডুবে জেলে নিখোঁজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App