নারী বিশ্বকাপ নিয়ে শঙ্কায় অজি অধিনায়ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৪:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
ছাত্র-জনতার তোপের মুখে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর থেকেই দেশে রাজনৈতিক অস্থিরতা চলছে। এতে দেশের নিরাপত্তা ব্যবস্থাও অনেকটা ভেঙে পড়েছে। ফলে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়েও শঙ্কা জেগেছে। যদিও বৈশ্বিক এই টুর্নামেন্ট আয়োজনে সব ব্যবস্থা ইতোমধ্যেই করে রেখেছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-বিসিবি। কিন্তু চলমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত-ইংল্যান্ডসহ বেশকটি দেশ। তাই লাল-সবুজের মাটিতে শেষমেশ বৈশ্বিক এই মহারণ না-ও হতে পারে।
বাংলাদেশে বিশ্বকাপ হবে কি না, তা নিয়ে অস্ট্রেলিয়ার তারকা এলিসা হিলিও শঙ্কায় আছেন। অজি নারী দলের অধিনায়কের ভাষ্য, বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা ভুল হবে।
অ্যালিসা হিলির ভাষ্যমতে, ‘এই মুহূর্তে সেখানে (বাংলাদেশে) খেলাটা আমার কাছে মনে হয় কঠিন হবে, একজন মানুষ হিসেবে আমার মনে হয়, এটা ভুল হতে পারে। যে দেশ সত্যিই ভুগছে, তাদের পুঁজি নিয়ে অন্য জায়গায় (বিশ্বকাপে) ব্যবহারের ব্যাপারটি আমার কাছে কঠিন মনে হচ্ছে। যেসব মানুষ মারা যাচ্ছে, তাদের সহায়তায় এখন সবাইকে প্রয়োজন। নিশ্চিতভাবেই বাংলাদেশে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চেয়ে বড় ব্যাপার ঘটছে। তবে আমি এটি আইসিসির ওপর ছেড়ে দেব।
উল্লেখ্য, চলতি বছরের ৩ অক্টোবর পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। আগামী ২০ অক্টোবর পর্যন্ত চলবে ১০ দলের এই টুর্নামেন্ট।
দুটি গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দল অংশ নেবে। গ্রুপ পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট ২৩টি ম্যাচ মাঠে গড়াবে। হোম অব ক্রিকেট মিরপুরে এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড-২'তে বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে। আর বিকেএসপিতে হবে প্রস্তুতি ম্যাচ।