×

খেলা

ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন ফার্নান্দেস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০১:৩৭ পিএম

ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন ফার্নান্দেস

ছবি: সংগৃহীত

ব্রুনো ফার্নান্দেসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পর্তুগালের তারকা এই মিডফিল্ডারের সঙ্গে এক বছরের চুক্তি বাড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি। বৃহস্পতিবার চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইউনাইটেড।

ইউনাইটেডের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি ছিল ফার্নান্দেসের। ২০২২ সালে এই চুক্তি করেছিলেন পর্তুগিজ এই মিডফিল্ডার। এবার আরও লম্বা হচ্ছে তাদের পথচলা। ২০২৭ সালের জুন পর্যন্ত ইউনাইটেডের সঙ্গে থাকবেন ফার্নান্দেস। এর বাইরে আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকছে।

২০২০ সালে স্পোর্তিং সিপি আনুষ্ঠানিকভাবে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন এই মিডফিল্ডার। এরপর থেকেই দলটির নিয়মিত সদস্য তিনি। বর্তমানে ইংলিশ ক্লাবটির নেতৃত্বও দিচ্ছেন তিনি।

ইউনাইটেডের হয়ে এখন পর্যন্ত ২৩৪ ম্যাচ খেলেছেন ফার্নান্দেস। ৭৯ গোলের পাশাপাশি ৬৭ অ্যাসিস্টও করেছেন তিনি। ম্যান ইউর হয়ে লিগ কাপ ও এফএ কাপ জিতেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেন্সর বোর্ড ও শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন নওশাবা

সেন্সর বোর্ড ও শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন নওশাবা

ছাত্র-জনতার ওপর গুলি: সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছাত্র-জনতার ওপর গুলি: সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শেখ হাসিনার পতনের চল্লিশায় বিশ্ববিদ্যালয়ে নৈশভোজ

শেখ হাসিনার পতনের চল্লিশায় বিশ্ববিদ্যালয়ে নৈশভোজ

অতিরিক্ত ডিআইজিসহ ৪৫ পুলিশ কর্মকর্তাকে বদলি, জানা গেলো সবার নাম

অতিরিক্ত ডিআইজিসহ ৪৫ পুলিশ কর্মকর্তাকে বদলি, জানা গেলো সবার নাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App