×

খেলা

ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবি নাকচ বিসিবির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৮:১৬ পিএম

ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবি নাকচ বিসিবির

ছবি: সংগৃহীত

চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় বৈশ্বিক এই টুর্নামেন্ট আয়োজনের জন্য ভারতকে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে এমনটাই দাবি করেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। 

তবে বিসিসিআইয়ের এমন দাবি নাকচ করেছে বিসিবি। দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থার দাবি, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে বিসিসিআইকে কোন অনুরোধ জানানো হয়নি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গেল ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগে দেশের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া লেগেছে। দেশের ক্রিকেটেও প্রভাব পড়েছে। বিসিবির সভাপতি নাজমুল হোসেন পাপনসহ অনেক পরিচালকই আত্মগোপনে আছেন। এতে বিশ্বকাপ আয়োজন নিয়ে চিন্তায় ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা-ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ইন্ডিয়া টুডেকে জয় শাহ বলেন, ‘বিশ্বকাপ ইভেন্ট আয়োজনের জন্য বিসিসিআইকে অনুরোধ করেছে বিসিবি। কিন্তু আমি সরাসরি না করে দিয়েছি। অক্টোবরে আমাদের বর্ষা মৌসুম থাকবে। আগামী বছর আমরা নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবো। পরপর দুটি বিশ্বকাপ আয়োজন করতে চাই না আমরা।’

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর ভাষ্য, ‘আমরা বিসিসিআইকে এমন কোনো অনুরোধ করিনি। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’

এদিকে আগামী সেপ্টেম্বরে ভারত সফর করবে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। বাংলাদেশ-ভারত আসন্ন সিরিজ নিয়েও কথা বলেন জয় শাহ। 

তিনি বলেন, ‘বাংলাদেশে নতুন সরকার গঠন হয়েছে। তাদের সঙ্গে এখনও কথা হয়নি। আমাদের সঙ্গে তারা যোগাযোগ করতে পারে। নয়তো আমি তাদের সঙ্গে যোগাযোগ করবো। আমাদের কাছে বাংলাদেশ সিরিজ খুবই গুরুত্বপূর্ণ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাকরিপ্রত্যাশীদের উদ্দেশে যা বললেন উপদেষ্টা আসিফ নজরুল

চাকরিপ্রত্যাশীদের উদ্দেশে যা বললেন উপদেষ্টা আসিফ নজরুল

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়ছে

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়ছে

২ দপ্তরে নতুন সচিব, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজিকে ওএসডি

২ দপ্তরে নতুন সচিব, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজিকে ওএসডি

যোগসাজশে বোতলজাত পানির দাম বৃদ্ধি, ৭ কোম্পানির বিরুদ্ধে মামলা

যোগসাজশে বোতলজাত পানির দাম বৃদ্ধি, ৭ কোম্পানির বিরুদ্ধে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App