বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ ‘এ’ দলের তৃতীয় দিন খেলা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৭:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দল এবং পাকিস্তান শাহিনসের মধ্যকার প্রথম চারদিনের ম্যাচের তৃতীয় দিন খেলা।
এর আগে, বুধবার দ্বিতীয় দিন শেষে টাইগার যুবাদের বিপক্ষে ৬ উইকেট হাতে নিয়ে ২৪৫ রানে এগিয়ে ছিল স্বাগতিক দল।
প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের ১২২ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৯০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৬৭ রান করেছিল পাকিস্তান শাহিনস। দ্য গ্রিন ম্যান যুবাদের হয়ে উমর আমিন ১৭৭, সৌদ শাকিল ৭৬, মোহাম্মদ হুরাইরা ৩৯ রান করেন। এ ছাড়া সাদ খান ৩১ ও কামরান গুলাম ২০ রানে অপরাজিত আছেন।
লাল-সবুজের হয়ে হাসান মুরাদ দুটি এবং তানজিম সাকিব ও নাঈম হাসান একটি করে উইকেট শিকার করেন।
এর আগে, পাকিস্তান শাহীনসের বিপক্ষে প্রথম দিনেই বেকায়দায় পড়ে টাইগার যুবারা। দলীয় ৬ রানে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। রানের খাতা খোলার আগেই ফেরেন জাকির। তিনে নেমে ৭ রানে বিদায় নেন এনামুল। মিডল-অর্ডারে মুমিনুল ১১ ও মুশফিক ১৪ রান করেন। এরপর শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন শাহাদাত ও নাঈম।
তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই করেন ওপেনার জয়। হাফ-সেঞ্চুরির পর ব্যক্তিগত ৬৫ রানে আউট হন তিনি। শেষমেশ ৪৪ দশমিক ৩ ওভারে ১২২ রানে শেষ হয় বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস।