টানা দুই হারের পর জয়ে ফিরল এইচপি দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৫:২২ পিএম
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ায় ৯ দলের টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচে হারের পর জয়ের দেখা পেলো বাংলাদেশ হাইপারফরমেন্স (এইচপি) দল। টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে রিপন মন্ডলের বোলিং ও ওপেনার জিশান আলমের ব্যাটিংয়ে ক্যাপিটাল টেরিটোরিকে ৬ উইকেটে হারিয়েছে লাল-সবুজেরা। ৩ উইকেট নেন রিপন এবং ৩৬ বলে ৫০ রান করেন জিশান।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ডারউইনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে এইচপির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি টেরিটোরির ব্যাটাররা। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানের মামুলি পুঁজি পায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন ওপেনার মিকি ম্যাকনামারা।
২৬ রান দিয়ে এইচপির হয়ে রিপন তিনটি ও আবু হায়দার রনি দুটি উইকেট নেন।
১২৫ রানের সহজ টার্গেটে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ৫ ওভারে ৫১ রান তুলেন এইচপির দুই ওপেনার তানজিদ হাসান ও জিশান আলম। জুটিতে ১৮ রান অবদান রেখে প্রথম ব্যাটার হিসেবে ফেরেন তানজিদ।
এরপর পারভেজ হোসেন ইমনকে নিয়ে ৪৪ রানের জুটি গড়ে এইচপির জয়ের পথ সহজ করেন জিশান। ইমন ২৩ রানে থামলেও হাফসেঞ্চুরি তোলে নেন জিশান। ১ চার ও ২ ছক্কায় ৩৬ বলে ৫০ রান করেন জিশান।
দলীয় ১০৬ রানে জিশান ফেরার পর ২০ বল বাকি রেখে জয় নিশ্চিত করে এইচপি। আফিফ হোসেন ১৭ রানে ফেরার পর আকবর আলি ৫ ও শামিম হোসেন ১ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।