×

খেলা

সাকিবের নীরবতা নিয়ে যা বললেন গুরু ফাহিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৮:৪৮ পিএম

সাকিবের নীরবতা নিয়ে যা বললেন গুরু ফাহিম

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে রাষ্ট্র পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠিত হতে যাচ্ছে।

এদিকে সদ্য বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত প্রতিনিধি ছিলেন সাকিব আল হাসান। দল পতনের ২৪ ঘণ্টার মধ্যে মাঠে নেমে লাঞ্ছিত হতে হয় তাকে। 

তবে কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই নীরব ভূমিকা পালন করেন সাকিব। এ নিয়ে তাকে তীব্র সমালোচনায় পড়তে হয়। তবে সেই সমালোচনায় কান দেননি তিনি। 

অন্যদিকে কয়েকদিন আগেই কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে প্রবাসী ভক্তের তোপের মুখে পড়েন সাকিব। এরপর মঙ্গলবার (৬ আগস্ট) ফের আক্রমণের শিকার হন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়েও পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাঠ ছেড়ে যাওয়ার সময় ‘দালাল সাকিব’, ‘টোকাই সাকিব’, ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিচ্ছেন প্রবাসী বাংলাদেশি ক্রীড়াপ্রেমীরা। এ সময় অশ্রাব্য গালাগালও দেন কেউ কেউ।

সাকিব নীরব থাকলেও তার গুরু ও ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিম শুরু থেকেই আন্দোলনে সমর্থন দিয়ে গেছেন। এবার এক সাক্ষাৎকারে সাকিবের নীরবতা নিয়ে তার (ফাহিম) কাছে জানতে চাওয়া হয়েছিল। 

জবাবে তিনি বলেন, তার (সাকিব) সুযোগ ছিল ছাত্রদের পাশে দাঁড়ানোর, সহানুভূতি দেখানোর। কিন্তু কেন হয়নি, সেটা ও-ই ভালো জানে; আমি তো বলতে পারব না।

ফাহিমের ভাষ্য, ‘তার ফ্যান বা তাকে যারা পছন্দ করে তাদের প্রতিক্রিয়া খুব স্বাভাবিক। তারা আশা করেছিল কিছু-না কিছু একটা সাকিবের থেকে তাদের কাছে আসবে। যেহেতু আসেনি তাদের প্রতিক্রিয়া জাস্টিফাইড। আমার সঙ্গে কোনো কথা হয়নি। তার ক্যারিয়ার এখানে শেষ কি না আমি এখন বলতে পারব না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত

শাহরিয়ার কবির গ্রেপ্তার

শাহরিয়ার কবির গ্রেপ্তার

১৬ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৬ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App