×

খেলা

ইংল্যান্ড সফরে শ্রীলঙ্কার দলে নতুন ২ মুখ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৭:২৭ পিএম

ইংল্যান্ড সফরে শ্রীলঙ্কার দলে নতুন ২ মুখ

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ধনঞ্জয়া ডি সিলভার নেতৃত্বাধীন এই দলে নতুন মুখ নিসালা থারাকা এবং মিলান রত্নানায়েকে। এ ছাড়া জেফ্রি ভ্যান্ডারসেকে দীর্ঘদিন পর দলে ফেরানো হয়েছে।

সবশেষ ২০২২ সালে একমাত্র টেস্ট খেলেছিলেন তিনি। সম্প্রতি ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেট শিকার করেন তিনি। এবার ইংলিশদের কন্ডিশন বিবেচনায় তাকে দলে ডাকা হয়েছে। ওয়ানিন্দু হাসারাঙ্গার স্থলাভিষিক্ত হচ্ছেন এই লেগি। অন্যদিকে পেস ইউনিটে থাকছেন লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্ডো, আসিথা ফার্নান্ডো।

ম্যানচেস্টারে আগামী ২১ আগস্ট শুরু হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৯ আগস্ট লর্ডসে দ্বিতীয় এবং ৬ সেপ্টেম্বর ওভালে শুরু হবে দ্বিতীয় এবং তৃতীয় ও শেষ টেস্ট। 

শ্রীলঙ্কা স্কোয়াড : ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুণারত্নে, নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (সহঅধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, আসিথা ফার্নান্ডো, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, নিসালা থারাকা, প্রবাথ জয়াসুরিয়া, রামেশ মেন্ডিস, জেফ্রি ভ্যান্ডারসে, মিলান রত্নায়েকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করি

তারেক রহমান সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করি

উপদেষ্টা ফাওজুল কবিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যে আলাপ হলো

উপদেষ্টা ফাওজুল কবিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যে আলাপ হলো

‘আমার সঙ্গে যারা অবিচার করেছে, আল্লাহ তাদের প্রাপ্য দেবেন’

‘আমার সঙ্গে যারা অবিচার করেছে, আল্লাহ তাদের প্রাপ্য দেবেন’

নানকের ভারতে পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে পাহারা-তল্লাশি

নানকের ভারতে পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে পাহারা-তল্লাশি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App