দুর্নীতির দায়ে ৫ বছর নিষিদ্ধ আফগানিস্তানের ইহসানউল্লাহ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৫:২১ পিএম
ছবি: সংগৃহীত
দুর্নীতিবিরোধী কোড ভাঙায় আফগানিস্তানের ইহসানউল্লাহ জানাতকে শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সব ধরণের ক্রিকেট থেকে আগামী ৫ বছরের জন্য টপ-অর্ডার এই ব্যাটারকে নিষিদ্ধ করা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
বিবৃতিতে বলা হয়েছে, 'আইসিসির দুর্নীতিবিরোধী কোডের ধারা ২.১.১ লঙ্ঘনের অভিযোগে জানাতকে দোষী পাওয়া গেছে। আর তাই সব ধরণের ক্রিকেট থেকে তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।'
সব অভিযোগ মেনে নিয়েছেন তিনি। দুর্নীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টিও স্বীকার করেছেন ডানহাতি এই ব্যাটার।
এদিকে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, কাবুল প্রিমিয়ার লিগের (কেপিএল) দ্বিতীয় আসর চলাকালে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন ইহসানউল্লাহ। তিনি ছাড়া আরও তিন ক্রিকেটার বর্তমানে সন্দেহের তালিকায় রয়েছেন। তবে সেসব খেলোয়াড়দের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।