বদলে গেল বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর সূচি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৪:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
দুটি চার দিনের ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। তবে বাংলাদেশে চলমান পরিস্থিতির কারণে এই সফরের সূচিতে বেশকিছু পরিবর্তন এসেছে।
গত ৬ আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। কিন্তু আগের দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করায় পাল্টে যায় দেশের পরিস্থিতি। এতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও ৬ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। ৪৮ ঘণ্টার জন্য টাইগার যুবাদের সফরও পিছিয়ে দেওয়ার বিষয়ে জানায় দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-বিসিবি।
এবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, সূচিতে কিছুটা পরিবর্তন এনে ‘এ’ দলের ম্যাচ পিছিয়ে নেওয়া হয়েছে। আগের সূচি অনুযায়ী, দুই দলের মধ্যকার প্রথম চার দিনের ম্যাচটি ১০ আগস্ট গড়ানোর কথা ছিল। তবে নতুন সূচিতে তা ১৩ আগস্ট নির্ধারণ করা হয়েছে। এর আগে ১০ আগস্ট ইসলামাবাদে পা রাখবে লাল-সবুজেরা।
দ্বিতীয় চার দিনের ম্যাচটি তিনদিন পিছিয়ে ২০ আগস্ট মাঠে গড়াবে। এ ছাড়া ২৬, ২৮ এবং ৩০ আগস্ট ওয়ানডে ম্যাচগুলো গড়াবে। আগের সূচি অনুযায়ী, ২৩, ২৫ এবং ২৭ আগস্ট তিনটি ওয়ানডে মাঠে গড়ানোর কথা ছিল।
এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় দলও পাকিস্তান সফর করবে। এই সিরিজের ম্যাচগুলো আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ-পাকিস্তান জাতীয় দলের টেস্ট সিরিজের প্রথমটি ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে এবং পরেরটি ৩০ আগস্ট করাচিতে গড়াবে।