×

খেলা

চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা পাকিস্তানের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৩:২৯ পিএম

চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা পাকিস্তানের

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। শান মাসুদের নেতৃত্বাধীন এই স্কোয়াডে শাহিন আফ্রিদিকে সরিয়ে সৌদ শাকিলকে সহ-অধিনায়ক করা হয়েছে। পিসিবি জানিয়েছে, ওয়ার্কলোড বিবেচনায় আফ্রিদিকে সহ-অধিনায়কের পদ থেকে সরানো হয়েছে।

ঘোষিত এই স্কোয়াডের ১৩ জনই অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজে খেলেছেন। এ ছাড়া প্রথমবার দলে ডাক পেয়েছেন কামরান গোলাম, মোহাম্মদ হুরাইরা এবং মোহাম্মদ আলি। ঘরোয়া ক্রিকেট ও পাকিস্তান শাহিনসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলের দরজা খুলেছে তাদের। 

অন্যদিকে টাইগারদের বিপক্ষে সিরিজ দিয়েই লাল-বলের ক্রিকেটে ফিরছেন পেসার নাসিম শাহ। দীর্ঘ ১৩ মাস পর ফের ক্রিকেটের রাজকীয় এই ফরম্যাট মাতাবেন তিনি।

সবশেষ সিরিজ থেকে ইমাম–উল–হক, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী ও সাজিদ খান বাদ পড়েছেন। এ ছাড়া চোটের কারণে স্কোয়াডে জায়গা পাননি পেসার হাসান আলী ও মোহাম্মদ ওয়াসিম আলী জুনিয়র।

আগামী ৯ আগস্ট পাকিস্তান সফরে যেতে পারে বাংলাদেশ। অন্যদিকে গত ৬ আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। সেখানে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলার কথা তাদের। কিন্তু দেশের পরিস্থিতির কারণে সফরটি পিছিয়ে ৯ আগস্ট সম্ভাব্য সূচি করা হয় । বাংলাদেশ-পাকিস্তান জাতীয় দলের টেস্ট সিরিজের প্রথমটি ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে এবং পরেরটি ৩০ আগস্ট করাচিতে গড়াবে।

জানা গেছে, ‘এ’ দলের দ্বিপাক্ষিক সিরিজেও পরিবর্তন হতে যাচ্ছে। সফরে বিলম্ব হওয়ায় নতুন করে সূচি সাজানো হচ্ছে। 

পূর্বের সূচি অনুযায়ী, আগামী ১০ ও ১৮ আগস্ট দুটি চার দিনের ম্যাচ হওয়ার কথা ছিল। এরপর ২৩, ২৫ ও ২৭ আগস্ট তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল।

পাকিস্তান স্কোয়াড : শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাঈম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, আমের জামাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের জন্য সুখবর

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের জন্য সুখবর

ঠিকানা বদল করছেন দীপিকা-রণবীর

ঠিকানা বদল করছেন দীপিকা-রণবীর

হাসানের তিন শিকারে দারুণ সকাল বাংলাদেশের

হাসানের তিন শিকারে দারুণ সকাল বাংলাদেশের

আন্দোলনের সময় হওয়া মামলা তুলে নেয়ার দাবি শিক্ষার্থীদের

আন্দোলনের সময় হওয়া মামলা তুলে নেয়ার দাবি শিক্ষার্থীদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App