×

খেলা

বিসিবি থেকে ‘অযোগ্য সংগঠক’দের সরিয়ে দেওয়ার দাবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৭:৪৫ পিএম

বিসিবি থেকে ‘অযোগ্য সংগঠক’দের সরিয়ে দেওয়ার দাবি

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার পদত্যাগের পর দেশের ক্রীড়াঙ্গনেও পরিবর্তনের আভাস মিলছে। সাবেক খেলোয়াড়-সংগঠকদের কণ্ঠে বোর্ড নিয়ে নানান পরিকল্পনাও শোনা যাচ্ছে । এর অংশ হিসেবে মঙ্গলবার (৬ আগস্ট) সকালে বিসিবির সামনে অবস্থান নিয়েছিলেন বেশ কয়েকজন ক্রীড়া সংগঠক। 

বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু তাদের নেতৃত্বে ছিলেন । এ সময় সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনও তাদের সঙ্গে ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কোয়াবের সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, পারটেক্স স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা সাজ্জাদ হোসেন, লিজেন্ডস অব রূপগঞ্জের কর্মকর্তা সাব্বির আহমেদ, প্রাইম দোলেশ্বরের যুগ্ম সম্পাদক মুশতাক হোসেন, মোহামেডানের কর্মকর্তা তারিকুল ইসলাম, জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহাদাত হোসেন প্রমুখ।

‘ক্রিকেট সংগঠক’র ব্যানারে রফিকুল ইসলাম বলেন, ‘২০১২ সালের পর আবার বিসিবিতে এসেছি। এসেছিলাম বিসিবির প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলতে। কিন্তু তাকে পাইনি। আমাদের দাবি, বিসিবি থেকে অযোগ্য সংগঠকদের সরিয়ে এখানে যোগ্য ক্রিকেট সংগঠকদের নিয়ে আসতে হবে।’

হাবিবুল বাশার সুমন বলেন, ‘আমরা নতুন ভালো কিছুর স্বপ্ন দেখছি। এটা (দুঃসময়) দ্রুত কেটে যাবে, এটা আমার বিশ্বাস। আমাদের সবকিছু তো ইনঅর্ডার আছে। প্র্যাকটিসও হচ্ছে। হয়তো কয়েকদিন হয়নি, তবে আবার শুরু হয়ে যাবে। আমি আশাবাদী যে আমাদের যে প্রোগ্রামগুলো ছিল, সেগুলো সবকিছু ঠিকমতো চলবে। কারণ, সামনে আমাদের অনেক গুরুত্বপূর্ণ সময়। অনেক খেলা আছে, আমাদের বিশ্বকাপ আছে, আমাদের জাতীয় দলের সফর আছে। ’

এদিকে চলতি মাসেই জাতীয় দলের ব্যস্ততা রয়েছে। মূল দল ও ‘এ’ দলের পাকিস্তান সফর রয়েছে। এ ছাড়াও ঘরের মাঠে আছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এ নিয়ে নান্নু বলেন, ‘এখন সবার সহযোগিতায় আমাদের ক্রিকেটটাকে চলমান রাখতে হবে। যে দ্বিপাক্ষিক সিরিজগুলো আছে, এ টিমের সফর আছে, সামনে পাকিস্তানে টেস্ট সিরিজ আছে- এইগুলো যাতে সময়মত হয়, এটায় আমাদের সবার সহযোগিতা দরকার। এখানে সুন্দরভাবে, সবার সহযোগিতায় ক্রিকেটটাকে আমরা এগিয়ে নেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। এখানে কোনো দ্বিমত নাই কারও। সুতরাং আমাদের সবার সহযোগিতা দরকার। ক্রিকেটটাকে ভালোমতো এগিয়ে নেব, এটা আমাদের দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই সুশাসন এবং সুন্দরভাবে আমাদের দেশটাকে যাতে এগিয়ে নিতে পারি। সমাজে ভালোমতো মাথা উঁচু করে দাঁড়াতে পারি। এখন এটাই আমাদের সবার চাওয়া।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক গণপূর্তমন্ত্রী ও তার স্ত্রীসহ ১৯৫ জনের নামে হত্যা মামলা

সাবেক গণপূর্তমন্ত্রী ও তার স্ত্রীসহ ১৯৫ জনের নামে হত্যা মামলা

গণঅধিকার পরিষদের সঙ্গে বিএনপির বৈঠক

গণঅধিকার পরিষদের সঙ্গে বিএনপির বৈঠক

সিঙ্গাপুরে না গিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মতো করুন: হাসনাত আবদুল্লাহ

সিঙ্গাপুরে না গিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মতো করুন: হাসনাত আবদুল্লাহ

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা হলে কঠোর ব্যবস্থা: আইজিপি

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা হলে কঠোর ব্যবস্থা: আইজিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App