×

খেলা

প্যারিস অলিম্পিক

আর্জেন্টিনার নালিশ প্রত্যাখ্যান ফিফার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৯:০১ এএম

আর্জেন্টিনার নালিশ প্রত্যাখ্যান ফিফার

ছবি : সংগৃহীত

প্যারিস অলিম্পিকে ছেলেদের ফুটবল ইভেন্টে বিতর্কিত এক ম্যাচে মরক্কোর বিপক্ষে হেরেছিল আর্জেন্টিনা। এ ঘটনায় ‘নিয়মের বরখেলাপ’ দাবিতে ফিফা ডিসিপ্লিনারি কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে সেই অভিযোগ নাকচ করে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

এর আগে, গত ২৪ জুলাই ম্যাচের শেষ মিনিটে ক্রিশ্চিয়ান মেদিনার গোল থেকে ২-২ এ সমতায় ফেরে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচ বন্ধ হওয়ার দেড় ঘণ্টা পর জানা যায়, অফসাইডে বাতিল হয়ে গেছে সেই গোল। আর এর পরিবর্তে খেলা হবে আরও অতিরিক্ত ৩ মিনিট। দুই দলই স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় আরেকবার মাঠে নামে ৩ মিনিটের খেলা শেষ করতে। কিন্তু অতিরিক্ত সময়ে আর গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। ফলে ম্যাচে ২-১ গোলে জয় পায় মরক্কো।

ম্যাচ শেষে এ নিয়ে আয়োজকদের ধুয়ে দেন আর্জেন্টিনার কোচ মাচেরানো। তার ভাষ্যমতে, ‘এমন ঘটনা পাড়ার টুর্নামেন্টেও ঘটে না। এটা লজ্জার এবং অলিম্পিকের চেতনাবিরোধী। এই সংস্থাকে মানসম্মত হতে হবে। দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে তারা সেটি হতে পারেনি। আমার জীবনে দেখা এটাই সবচেয়ে বড় সার্কাস।’

এদিকে ফিফার অভিযোগ নাকচের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ জানিয়েছেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। তার ভাষ্য, ‘মরক্কোর বিপক্ষে ম্যাচে বিভিন্ন ঘটনায় প্রতিবাদ জানিয়ে আর্জেন্টিনার অভিযোগ নাকচ করে দিয়েছে ফিফা ডিসিপ্লিনারি কমিশন। নিজেদের অধিকার রক্ষায় এএফএ জানতে চাইবে কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হলো এবং আপিল করা যায় কি না, সেটাও ভাবা হবে।’

এর আগে, বিতর্কিত হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। ইনস্টাগ্রাম স্টোরিতে মেসি লেখেন, ‘ইনসোলিতো’—বাংলায় যার অর্থ ‘অবিশ্বাস্য’।

মেসির আরেক সতীর্থ নিকোলাস তালিয়াফিকো এক্সে লেখেন, ‘সার্কাস ছাড়ুন। আমরা কি ম্যাচ স্থগিত করার কারণ সম্পর্কে কথা বলছি নাকি বোকাদের মতো কাজ করছি? যদি এর উল্টোটা হতো (প্রতিপক্ষ গোল করত কিংবা প্রতিপক্ষ খেলোয়াড়দের লক্ষ্য করে বোতল, অগ্নিশিখা ছুড়ে মারা হতো), তাহলে তারা কী বলত, আমি কল্পনাও করতে পারছি না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৫ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৫ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App