ভুটানে বাঘিনীদের সিরিজ জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৮:৪২ এএম
ছবি : সংগৃহীত
ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবলের দ্বিতীয় ও শেষ ম্যাচেও ভুটানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ নারী দল।
শনিবার (২৭ জুলাই) থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিকদের ৪-২ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।
এদিন শুরু থেকে সমান তালে লড়ে দুই দল। তবে ম্যাচের প্রথম ২২ মিনিটের মধ্যে বাংলাদেশের জালে জোড়া আঘাত হানেন ভুটানের ফরোয়ার্ড দেখি লাজম। এরপর ২-০ গোল ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশকে প্রথমার্ধের ৩৫তম মিনিটে গোল এনে দেন অধিনায়ক সাবিনা খাতুন। পাঁচ মিনিটের ব্যবধানে লাল-সবুজ দলকে সমতায় ফেরান সাগরিকা।
বিরতি থেকে ফিরেও দাপট ধরে রাখে বাংলাদেশ। ম্যাচের ৬২তম মিনিটে ঋতুপর্ণার শট ডিফেন্ডার তাশির পায়ে লেগে আত্মঘাতী গোল হজম করে ভুটান।
এরপর ম্যাচের ৮৬তম মিনিটে নিজের প্রথম গোল আদায় করেন ঋতুপর্ণা। আর এতেই জয় নিয়ে সাফের প্রস্তুতিটা ভালোভাবে শেষ করল বাংলাদেশ।