×

খেলা

মেসির স্বপ্ন, গোল করে শেষটা রাঙাবেন দি মারিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৮:৫৪ পিএম

বিদায় নেবেন, সেই ঘোষণা আগেই দিয়েছেন। শ্রেষ্ঠত্বের মঞ্চটাও প্রস্তুত। আর তাই শেষ মুহূর্তে কতশত স্মৃতি এসে নিশ্চয়ই ভিড় মনের কোনে। এই কোপা আমেরিকার ফাইনালের দিকে, ফিরে তাকিয়ে সবার মনে হবে, এখানেই দি মারিয়া শেষের শুরু। বয়সটা ৩৬ এর কোটায়। প্রশ্ন হচ্ছে তবে কি ফর্মের তুঙ্গে থেকেই জার্সি তুলে রাখতে চান তিনি?

আন্তর্জাতিক ফুটবলে ১৬ বছরের ক্যারিয়ারে কতশত স্মৃতিই না জমা হয়েছে তার। বিদায়বেলায় সেই সব স্মৃতি এসে নিশ্চয়ই ভিড় করবে আনহেল দি মারিয়ার মনে। আন্তর্জাতিক ফুটবলে কী পেলেন? আর কী পেলেন না, সেই হিসাবও মেলানোর কথা তার।

হিসাবটা দি মারিয়া ম্যাচের আগেই মেলাতে শুরু করেছেন। ইনস্টাগ্রামে তার একটি পোস্ট অন্তত সেটাই বলছে। বিদায়ী ম্যাচের আগে ১৬ বছরের সতীর্থ, লিওনেল মেসির সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে দিয়ে দি মারিয়া নিজেই জানিয়েছেন, তার চাওয়া আর পাওয়ার হিসাবটাও।

শুধু দি মারিয়ারই নন, তার সময়ের সব আর্জেন্টাইন খেলোয়াড়ের ক্যারিয়ারের বড় একটা সময় কেটেছে শুধুই হতাশায়। ১৯৯৩ কোপা আমেরিকার পর যে আর কোনো শিরোপাই জিততে পারছিল না আর্জেন্টিনা। অবশেষে দীর্ঘ সেই শিরোপা-খরা কেটেছে ২০২১ সালে, দি মারিয়ার গোলে কোপা আমেরিকা জিতে।

গত ১৬ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১৪৪টি ম্যাচ খেলেছেন দি মারিয়া। গোল করেছেন ৩১টি। এর মধ্যে হয়তো তার কাছে স্মরণীয় হয়ে থাকবে তিনটি গোল। ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে তার একমাত্র গোলেই দীর্ঘ ২৮ বছরের শিরোপাখরা কাটায় আলবিসেলেস্তেরা।

পরের বছর ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ফিনালিসিমায় গোল করেন দি মারিয়া। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও ফ্রান্সের বিপক্ষে দারুণ এক গোল করেন তিনি। এছাড়া ২০০৮ সালের অলিম্পিকেও নাইজেরিয়ার বিপক্ষে দি মারিয়ার একমাত্র গোলে স্বর্ণপদক জেতে আর্জেন্টিনা।

এ কারণেই হয়তো বিদায়ের আগে চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে গিয়ে তৃপ্ত দি মারিয়া লিখেছেন। আমি যা চাইতে পারতাম, জীবন আমাকে তার চেয়ে অনেক বেশি দিয়েছে। তাই লিওনেল মেসির আশা, বিদায়ী ম্যাচেও গোল করবেন আর্জেন্টিনায় তার দীর্ঘ দিনের সতীর্থ।

আজ যে শিশুর জন্ম হবে সে হয়তো একদিন ফেসবুক কিংবা ইউটিউবে খুঁজবেন দি মারিয়াকে। আর বিশ্বজুড়ে শতকোটি আর্জেন্টিনা ভক্তের কণ্ঠে যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। ফলে বলাই যায় এখানেই দি মারিয়া শেষের শুরু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৫ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৫ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App