ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০২:০৭ পিএম
ছবি- সংগৃহীত
দীর্ঘ এক মাসের লড়াই শেষে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সোমবার (১৫ জুলাই) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। ২৩ বছর পর যেখানে কোপার ফাইনালে উঠেছে কলম্বিয়া, সেখানে ২১ বছরে আলবিসেলেস্তেদের এটি ষষ্ঠ ফাইনাল।
এদিকে তিন বছরে মেসিদের এটি চতুর্থ ফাইনালও। কোপা আমেরিকা, বিশ্বকাপ আর ফিনালিসসিমা; তিনটি ফাইনালই জিতেছে আকাশি-নীল শিবির। মেসিদের সামনে এবার অন্য রেকর্ডের হাতছানি।
চলতি কোপার শিরোপা জিতলেই লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে টানা তিনটি বড় শিরোপা জয়ের কীর্তি গড়বে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। ফুটবল বিশ্বে কেবল স্পেনেরই এই কীর্তি আছে।
এদিকে ফাইনালকে সামনে রেখে এরই মধ্যে নিজের সেরা একাদশ সাজিয়ে ফেলেছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর খবর, সেমির অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বিদায়ী ম্যাচে প্রত্যাশিতভাবেই খেলবেন ডি মারিয়া। আক্রমণভাগে তার সঙ্গী হিসেবে থাকবেন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। ফাইনালেও বেঞ্চে থাকবেন লাউতারো মার্টিনেজ।
মাঝমাঠে দাপট দেখাবেন রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। বিকল্প হিসেবে লিয়ান্দ্রো পারেদেস থাকলেও বিষয়টি নিয়ে ভাবতে নারাজ স্কালোনি।
গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস টালিয়াফিকোরা প্রত্যাশিতভাবেই রক্ষণভাগের দায়িত্বে থাকবেন। তবে সেমিতে চোট পাওয়ায় ফাইনালের মঞ্চে মন্তিয়েলকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। তার বদলে ফাইনালের বিগ ম্যাচে নাহুয়েল মলিনাকে দেখা যেতে পারে। যথারীতি গোলবারের নিচে থাকবেন বিশ্বস্ত এমিলিয়ানো মার্টিনেজ।
ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ
রক্ষণভাগ : গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টালিয়াফিকো
মাঝমাঠ : রড্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার
আক্রমণভাগ : আনহেল ডি মারিয়া, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি