ফাইনালে যে জার্সি পরে খেলবে আর্জেন্টিনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০১:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
আর্জেন্টিনার শেষ কটি ফাইনালের ইতিহাস বলছে, হোম জার্সি পরলে জেতা যায়, অ্যাওয়ে পরলে হার। এবার আরও একটি ফাইনালের অপেক্ষায় লিওনেল মেসিরা। তাই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কোন জার্সি পড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা খেলবেন, এবার সেই প্রশ্নের উত্তরও মিলেছে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের প্রতিবেদন অনুযায়ী, কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে অপয়া অ্যাওয়ে জার্সিতে খেলবেন না মেসিরা। ফাইনালের মঞ্চে চিরচেনা আকাশি-নীল জার্সি আর সাদারঙা শর্টসে মাঠ মাতাবেন তারা। যা কিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের ‘হোম’ জার্সি। দুই দলের জার্সিতে ভিন্নতা থাকায় এ নিয়ে কোনো সমস্যা থাকছে না। আর গোলরক্ষক মার্টিনেজকে সবুজ জার্সিতে দেখা যাবে।
১৯৭৮ বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার হোম-অ্যাওয়ে জার্সি প্রচলন হয়। হোম জার্সি পরে সেবার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ৮ বছর পর মেক্সিকো বিশ্বকাপের ফাইনালেও একই জার্সিতে শিরোপা উল্লাস করেছিল তারা।
তবে ১৯৯০ ফাইনালে ম্যারাডোনা আর ২০১৪ বিশ্বকাপের ফাইনালে মেসিদের গায়ে অ্যাওয়ে জার্সি ছিল। দুবারই হেরে যায় তারা। এরপর কাতার বিশ্বকাপে হোম জার্সিতে ৩৬ বছরের আক্ষেপ ঘুচায় আর্জেন্টিনা।
টানা দ্বিতীয়বারের মতো কোপার ফাইনালে উঠেছে মেসির দল। এবার মহাদেশীয় শিরোপা জিতলে দ্বিতীয় দল হিসেবে টানা তিনটি মেজর শিরোপায় নাম উঠবে আর্জেন্টিনার। তাই এবার অপয়া জার্সিতে পরাজয়ের শঙ্কায় পড়তে চাইবে না আকাশি-নীল শিবির।