×

খেলা

জানা গেল ইয়ামেলের ট্রেডমার্ক সেলিব্রেশনের রহস্য!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০১:১৭ পিএম

জানা গেল ইয়ামেলের ট্রেডমার্ক সেলিব্রেশনের রহস্য!

ছবি: সংগৃহীত

লামিন ইয়ামালের একটা ট্রেডমার্ক সেলিব্রেশন আছে, যেটা অনেকে লক্ষ্য করছে, আবার অনেকে করেনি। গোল করার পরই সে নিজের হাত, আঙুল দিয়ে ‘৩০৪’ সাইন দেখায়। বার্সেলোনার হয়ে প্রতিটা গোল করার পর সে এরকম সেলিব্রেশন করছে। স্পেনের হয়ে সেদিন ইউরোতে প্রথম গোল করার পরও একই ধরণের সেলিব্রেশন।কিন্তু, এই ‘৩০৪’ আসলে কি নির্দেশ করে?

লামিন ইয়ামাল বেড়ে উঠেছেন কাতালুনিয়ার মাতারো শহরের রোকাফোন্ডা নামের এলাকায়। যা বার্সেলোনার ২০ মাইল উত্তর পূর্বে অবস্থিত। এই এলাকায় মূলত শরনার্থীরা বেশি থাকায় এলাকাটি কে অবহেলার চোখে দেখা হয়। তাছাড়া এই এলাকাটা অনুন্নতও বটে। স্পেনের ডানপন্থী রাজনৈতিক দল ভক্স তো এই এলাকাকে ‘বহু সংস্কৃতির তুচ্ছ জায়গা’ হিসেবেও আখ্যা দিছে।

এভাবে বছরের পর বছর ধরে রোকাফোনডা রয়েছে অবহেলিত। হয়েছে বৈষম্যের শিকার। এজন্য সেখানকার জীবনযাত্রার মানও ভালো না। আর সেখানেই বেড়ে উঠেছেন লামিন ইয়ামাল।

রোকাফোনডার পোস্টকোড হচ্ছে ‘০৮৩০৪’। লামিন ইয়ামালের এই ‘৩০৪’ সেলিব্রেশন ইংগিত করে পোস্টকোডের শেষ তিন সংখ্যাকে। ইংগিত করে অবহেলিত রোকাফোনডাকে।

লামিন স্পেনের হয়ে সেদিন গোল পাওয়ার পর স্ট্যান্ডে আবেগাপ্লুত হয়ে যায় লামিনের পরিবার। কেঁদে ফেলে লামিনের বোন। আবেগাপ্লুত হবে নাই বা কেন? বছরের পর বছর তারা হয়েছে বৈষম্যের শিকার, অথচ তাদের একজনই আন্তর্জাতিক মঞ্চে স্পেনকে এনে দিয়েছে সাফল্য।

গোল সেলিব্রেট করার সময়ে লামিন মনে মনে এটাই বলছিলো, ‘দেখো, তোমরা আমাদের অবহেলা করো না? অবহেলিত জায়গা থেকে উঠে এসেই আমি আজ স্পেনের গর্ব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভোলায় আরো সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান

ভোলায় আরো সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান

‘এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল’

‘এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল’

টিভিতে আজ যা দেখবেন

টিভিতে আজ যা দেখবেন

ধরা ছোঁয়ার বাইরে বিদ্যুত খাতের মাফিয়া আজিজ খান

ধরা ছোঁয়ার বাইরে বিদ্যুত খাতের মাফিয়া আজিজ খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App