বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তানের নতুন নির্বাচক কমিটি ঘোষণা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১০:৩১ এএম
ছবি : সংগৃহীত
গুঞ্জন উঠেছিল, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে বাদ পড়তে পারেন শাহিন শাহ আফ্রিদি। মূলত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে এ শাস্তি দেওয়া হতে পারে। তবে টেস্ট কোচ গিলেস্পির ভাষ্য, অতিরিক্ত ওয়ার্ক লোডের কারণে শাহিনকে বিশ্রাম দিতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট।
এদিকে অবসরের মাত্র ৩ মাসের মাথায় নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াহাব রিয়াজ। তবে চাকরিটা বেশিদিন টেকেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জেরে ওয়াহাব রিয়াজের পাশাপাশি আব্দুল রাজ্জাককেও বরখাস্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) । তবে তাদের বরখাস্ত করার সপ্তাহ না পেরোতেই নতুন নির্বাচকদের নাম ঘোষণা করেছে পিসিবি। যেখানে সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিক জায়গা পেয়েছেন।
দলের দুই কোচ জেসন গিলেস্পি এবং গ্যারি কারস্টেনও তাদের সঙ্গে নির্বাচক প্যানেলে থাকছেন। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, সাদা পোশাকের অধিনায়ক শান মাসুদ ও সীমিত ওভারের অধিনায়ক বাবর আজমও নির্বাচক প্যানেলে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করবেন।
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে নতুন নির্বাচক প্যানেল। দল ঘোষণার পরই ক্যাম্প শুরু হবে। এ সময়ে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করবেন কোচরা।
এই সিরিজ দিয়েই দ্য গ্রিন ম্যানদের হয়ে নিজের অধ্যায় শুরু করবেন গিলেস্পি। বর্তমানে পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন সাবেক এ অজি পেসার। বাংলাদেশ এইচপির সঙ্গে দুটি চারদিনের ম্যাচ শেষে ফের পাকিস্তানে ফিরবেন তিনি।
উল্লেখ্য, আগামী ১৭ আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। সেখানে ২১ আগস্ট রাওয়ালপিন্ডি টেস্ট এবং ৩০ আগস্ট থেকে করাচি টেস্ট খেলবে দল দুটি।