বিশ্বকাপজয়ী ভারতকে হারাল জিম্বাবুয়ে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৮:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
১৭ বছরের আক্ষেপ ঘুচিয়ে গত সপ্তাহেই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। তবে শিরোপা উল্লাসের পর প্রথম ম্যাচ খেলতে নেমেই লজ্জার হারের স্বাদ পেয়েছে টিম ইন্ডিয়া।
শনিবার (৬ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে টসে হেরে ফিল্ডিংয়ে নেমে রবি বিষ্ণুয়ের দারুণ বোলিংয়ে জিম্বাবুয়েকে ৯ উইকেটে ১১৫ রানে আটকে দেয় ম্যান ইন ব্লুরা। জবাবে ছোট এই পুঁজির সামনে ১৩ রানে হেরেছে বিশ্বচ্যাম্পিয়নরা। ইনিংসের এক বল বাকি থাকতে মাত্র ১০২ রানেই গুটিয়ে গেছে টিম ইন্ডিয়া।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই বিপাকে পড়ে ভারত। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন অভিষেক শর্মা। ৪ বলে ০ রানে আউট হয়ে নিজের অভিষেক রাঙাতে পারেননি এই ওপেনার।
পাওয়ার প্লেতে ২২ রান তুলতেই ৪ ব্যাটারকে হারিয়ে ফেলে ভারত। একে একে ফেরেন ঋতুরাজ (৭), রিয়াগ পরাগ (২) এবং রিংকু সিং (০)।
এরপর একপ্রান্ত আগলে রেখে পঞ্চম উইকেটে ধ্রুব জুরেলকে সঙ্গে নিয়ে ২১ রানের জুটি গড়ে দলীয় বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক শুভমান গিল। তবে লুক জংউয়ের গতিতে পরাস্ত হয়ে ১৪ বলে মাত্র ৬ রানে ফেরেন জুরেলও।
জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার ঘূর্ণিতে টিকতে পারেননি গিলও। ২৯ বলে ৩১ রানে দলীয় ৪৭ রানে ফেরেন এই ওপেনার। এরপর একপ্রান্তে দাঁড়িয়ে ওয়াসিংটন সুন্দর লড়াই করলেও লজ্জার হারই সঙ্গী হয়েছে টিম ইন্ডিয়ার। শেষ পর্যন্ত ১ বল বাকি থাকতেই ১০২ রানে গুটিয়ে যায় ভারত।
জিম্বাবুয়ের হয়ে চাতারা ও রাজা তিনটি করে উইকেট নেন।
এর আগে, রবি বিষ্ণুয়ের স্পিন ঘূর্ণির সামনে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৫ রানের পুঁজি পেয়েছিল জিম্বাবুয়ে।
ভারতের হয়ে ৪ ওভার হাত ঘুরিয়ে ১৩ রান খরচায় চারটি উইকেট নেন এই স্পিনার।