ভিনির বিকল্প কে, জানালেন ব্রাজিল কোচ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৭:০৮ পিএম
ছবি : সংগৃহীত
টানা দুই ম্যাচে হলুদকার্ড দেখায় কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না ভিনিসিয়ুস জুনিয়র। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, এক ম্যাচে নিষিদ্ধ হয়েছেন ভিনি।
এদিকে প্যারাগুয়ের বিপক্ষে জোড়া গোল করা এই ফরোয়ার্ডকে হারিয়ে বেশ বিপাকে পড়েছে সেলেসাওরা। বাধ্য হয়েই আসরের অন্যতম সেরা ফুটবলারকে ছাড়াই সেমিতে ওঠার লড়াইয়ের একাদশ সাজাতে হবে। রবিবার (৭ জুলাই) লাস ভেগাসে বাংলাদেশ সময় সকাল ৭টায় উরুগুয়ে পরীক্ষায় নামবে সেলেসাওরা।
বাঁচামরার এই লড়াইয়ে ভিনির বদলে নতুন সেনসেশন এন্ড্রিকের ওপর আস্থা রাখছেন কোচ দরিভাল জুনিয়র। তার ভাষ্যমতে, ‘আমরা একজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে হারিয়েছি। তবে এটা তরুণ এক ফুটবলারের জন্য দারুণ সুযোগ তৈরি করে দিয়েছে। হয়তো এটাই এন্ড্রিকের জ্বলে ওঠার মুহূর্ত! সে দারুণ খেলছে। মাঠে তার উপস্থিতিও দুর্দান্ত। আশা করি সে ভালো কিছু করবে।’
অন্যদিকে সেলেসাওদের একাদশে আরও একটি পরিবর্তনের সম্ভাবনা আছে। নিষেধাজ্ঞার কারণে লেফটব্যাক ভেন্ডেলেরও খেলা হবে না। ফলে গুয়েলার্মে অ্যারেনাকে একাদশে দেখা যেতে পারে।