×

খেলা

যুক্তরাষ্ট্রেও ব্যর্থ সাকিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৬:৫২ পিএম

যুক্তরাষ্ট্রেও ব্যর্থ সাকিব

ছবি : সংগৃহীত

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেননি সাকিব আল হাসান। এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও (এমএলসি) বজায় থাকল ব্যর্থতার ছাপ। ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই দাপট দেখাতে পারেননি সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এমএলসিতে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব। নিজের অভিষেক ম্যাচে নাইট রাইডার্সের জার্সি গায়ে ব্যাট হাতে ১৩ বলে ১৮ রান এবং বোলিংয়ে ৩ ওভারে ৩২ রান খরচায় ১ উইকেট নেন এই অলরাউন্ডার সাকিব। তবে সাকিবের হতাশার দিনে ১২ রানে জয় পেয়েছে তার দল।

শনিবার (৬ জুলাই) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ রানের মধ্যে দুই ওপেনার জেসন রয় ও সুনীল নারাইনকে হারায় লস অ্যাঞ্জেলেস। দুই ওপেনার ২ রান করে বিদায় নিলে ক্রিজে আসেন সাকিব। ৩ চারে মারমুখী মেজাজে শুরু করেছিলেন তিনি। কিন্তু ইনিংসটাকে বড় করতে পারেননি সাকিব। ১৩ বলে ১৮ রান করে ইনিংসের সপ্তম ওভারে অস্ট্রেলিয়ার পেসার অ্যারন হার্ডির বলে সাজঘরে ফেরেন লাল-সবুজের সাবেক এই দলপতি।

তবে উন্মুখ চাঁদের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৬২ রানের সংগ্রহ পায় লস অ্যাঞ্জেলেস। ৬ চার ও ৩ ছক্কায় ৪৫ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন চাঁদ।

জবাবে ডেভন কনওয়ের হাফসেঞ্চুরির পরও ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রানের বেশি করতে পারেনি টেক্সাস। ৪ চার ও ২ ছক্কায় ৩৯ বলে ৫৩ রান করেন কনওয়ে।

চতুর্থ বোলার হিসেবে আক্রমণে এসে ৩ ওভারে ৩২ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। টেক্সাসের হার্ডিকে ১১ রানে শিকার করেন সাকিব। অন্যদিকে ৪ ওভারে ৩৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন আলি খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন প্রধান বিচারপতি

আজ বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন প্রধান বিচারপতি

যে পদ্ধতিতে ৪০ পেরিয়েও ত্বক থাকবে টানটান

যে পদ্ধতিতে ৪০ পেরিয়েও ত্বক থাকবে টানটান

রাঙামাটিতে সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

রাঙামাটিতে সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

পর্তুগালের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ড. মাহফুজুল হক

পর্তুগালের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ড. মাহফুজুল হক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App