আর্জেন্টাইন সমর্থকদের বুনো উল্লাস: অল্প বিদ্যা আসলেই ভয়ঙ্কর
ইব্রাহিম স্বপন মিথুন
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৬:০২ পিএম
আর্জেন্টাইন সমর্থকদের বুনো উল্লাস: অল্প বিদ্যা আসলেই ভয়ঙ্কর
ছোটবেলায় আমার প্রথম কম্পিউটার ছিল উইন্ডোজ ৯৮ এর পেন্টিয়াম ফোর, তারপর উইন্ডোজ আপডেট করলাম ২০০০, ভিস্তা এক্সপি।
তারপর আব্বা ইউনিভার্সিটিতে পড়ার সময় একটা কোর টু ডুও প্রসেসর এর ল্যাপটপ কিনে দিলেন।
তারপর লাস্ট ১০ বছরে অনেক ল্যাপটপই আমি ব্যবহার করেছি, তাই আমি এই প্রযুক্তি সম্পর্কে কিছুটা হলেও জানি।
এখন মনে করেন যে আগে কখনো কিছুই ব্যবহার করে নাই এবং বহু বছর পরে ডিরেক্ট একেবারে ম্যাক বুক পেয়ে যদি আপনাকে বলে- কি *লের ল্যাপটপ ইউস করেন, এডি ছেড়ে ম্যাকে আসেন।
তখন তার সাথে তর্ক করলেন তো নিজের ইজ্জতটাই নামালেন!
মোড়াল অফ দ্যা স্টোরি
বর্তমান কিছু আর্জেন্টাইন সমর্থকদের বুনো উল্লাস দেখে আমার আবারো মনে হচ্ছে অল্প বিদ্যা আসলেই ভয়ঙ্কর এবং বাল্য বিবাহ মহা পাপ।
ইব্রাহিম স্বপন মিথুনের ফেসবুক স্ট্যাটাস থেকে