×

খেলা

ইতিহাস গড়ে কোপার সেমিতে কানাডা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১০:০৩ এএম

ইতিহাস গড়ে কোপার সেমিতে কানাডা

কোপা আমেরিকার সেমিফানালে কানাডা। ছবি : সংগৃহীত

নিজেদের ফুটবল ইতিহাসের সেরা অর্জনটা তারা করেছিল কোপার কোয়ার্টার ফাইনালে উঠে। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারের সাডেন ডেথে ভেনিজুয়েলাকে ৪-৩ গোলে হারিয়ে ইতিহাস গড়ে কানাডা। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কোপা খেলতে এসেই সেমিতে পৌঁছে গেল দেশটি। ১০ জুলাই প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।

তৃতীয়বারের মতো কোপার সেমিফাইনালে ওঠার দ্বারপ্রান্তে ছিল ভেনেজুয়েলা। সেই সুযোগ তারা হারিয়েছে পেনাল্টি শ্যুট আউটে ৪-৩ ব্যবধানে হেরে। অন্যদিকে, প্রথমবার কোপার অভিষেকেই মাজিমাত করল কানাডা। উত্তর আমেরিকান অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে প্রথমবার তারা কোপায় খেলতে নামে। মহাদেশটির তৃতীয় কোনো দল হিসেবে এবার সেমিতেও উঠেছে কানাডা। এর আগে মেক্সিকো ও হন্ডুরাস উত্তর আমেরিকা থেকে কোপার সেমিফাইনাল খেলেছে।

আরো পড়ুন : পর্তুগালকে হারিয়ে ইউরো কাপের সেমিতে ফ্রান্স

ম্যাচের মাত্র ১৩ মিনিটেই এগিয়ে যায় কানাডা। জ্যাকব শ্যাফলবার্গের দারুণ এক গোলে লিড পায় কানাডা। প্রথমার্ধে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি দুই দল। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় কানাডা। দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া ভেনিজুয়েলা দারুণভাবেই ফিরে এসেছে। ৬৪ মিনিটের মাথায় ভুল করে এগিয়ে এসেছিলেন কানাডার গোলরক্ষক। সেই সুযোগে মাঝমাঠ থেকে দারুণ এক শটে অবিশ্বাস্যভাবে বল জালে জড়ান সলোমন রন্ডন। এই নিয়ে টানা তিন ম্যাচে গোল পেলেন তিনি।

শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। পেনাল্টিতে প্রথম শটে গোল পায় দুই দল। দ্বিতীয় শটে পেনাল্টি মিস করে কানাডা ও ভেনিজুয়েলা। তৃতীয় শটেও দুই দল বল জালে জড়িয়েছে। চতুর্থ শটে আবারও পেনাল্টি মিস করেছে দুই পক্ষই। পঞ্চম শটে গোল করে টাইব্রেকার সাডেন ডেথে নিয়ে যায় কানাডা ও ভেনিজুয়েলা।

সাডেন ডেথের প্রথম শটেই উইলকার অ্যাঙ্গেলের শট বাঁচিয়ে দেন কানাডা কিপার ক্রিপাউ। নিজেদের শটে গোল করে কানাডাকে উল্লাসে ভাসান ইসমাইল কোনে। ৪-৩ গোলে জিতে প্রথমবার কোপা খেলতে এসেই সেমিতে পৌঁছে যায় কানাডা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওয়ানডেতে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক

ওয়ানডেতে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে নাগিব-রাকিব

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে নাগিব-রাকিব

কেমন আছে কোটা আন্দোলনে আহত শিক্ষার্থীরা?

কেমন আছে কোটা আন্দোলনে আহত শিক্ষার্থীরা?

ঐতিহাসিক অভিযানের শেষে পৃথিবীতে ফিরলেন পোলারিস ডনের অভিযাত্রীরা

ঐতিহাসিক অভিযানের শেষে পৃথিবীতে ফিরলেন পোলারিস ডনের অভিযাত্রীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App