সূর্যকুমারের ম্যাচ জেতানো ক্যাচ নিয়ে বিতর্ক থামছেই না
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০২:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে সূর্যকুমার যাদবের যে ক্যাচে ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, সেই ক্যাচ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই মনে করছেন বাউন্ডারির দড়ি ঠিক জায়গায় ছিল না। যেখানে থাকার কথা, তার থেকে পিছিয়ে দেয়া হয়েছিল।
শনিবারের (২৯ জুন) ফাইনালে সূর্য বাউন্ডারিতে বল ধরে বুঝতে পেরেছিলেন দড়ির ও পারে চলে যেতে হবে। তাই বল আকাশে ছুড়ে আবার দড়ির এ পারে এসে ক্যাচ ধরেছিলেন। সেই ক্যাচই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। কিন্তু সেই ক্যাচের ছবি দেখিয়ে অনেকের প্রশ্ন, বাউন্ডারির দড়ি কি পিছিয়ে দেয়া হয়েছিল?
ছবিতে দেখা যাচ্ছে যেখানে বাউন্ডারির দড়ি রয়েছে, তার সামনে একটা সাদা দাগ রয়েছে। যেখানে বাউন্ডারির দড়ি থাকে, তার নীচে এই দাগ আপনিই তৈরি হয়ে যায়। কারণ সেখানে রোদ না পৌঁছনোয় ঘাসের রং বদলে যায়। যে হেতু বাউন্ডারি দড়ির নীচে এই দাগ তৈরি হয়, সেটি দেখা যাওয়ার কথা নয়। বাউন্ডারির দড়ি একই জায়গায় থাকলে কী করে ওই দাগ দেখা গেল, এই প্রশ্ন তুলছেন অনেকে।
আরো পড়ুন: উইকেটের বালু খেয়ে অন্যরকম উদযাপনের কারণ জানালেন রোহিত
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তি আঙুল তুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের দিকে। সেই ব্যক্তি সূর্যের ক্যাচের ছবি পোস্ট করে খোঁচা দিয়ে লিখেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক তো ভারতীয় ক্রিকেট বোর্ডই ছিল।
কিন্তু যাবতীয় জল্পনার অবসান ঘটিয়েছেন এক ভারতীয় ধারাভাষ্যকার। তিনি জানিয়েছেন, যে হেতু ফাইনালে পিচ বদল হয়েছিল, তাই ওই প্রান্তের বাউন্ডারিও পিছিয়ে দেয়া হয়েছিল। ম্যাচের শুরু থেকেই এটি করা হয়েছিল। সব ম্যাচেই প্রয়োজন মতো বাউন্ডারি ছোট-বড় করা হয়। এখানো সেটিই করা হয়েছে। তাই আগের বাউন্ডারি দড়ি যেখানে ছিল, সেই দাগ দেখা যাচ্ছে।
তিনি লেখেন, আমি মাঠে ছিলাম। ধারাভাষ্য দিচ্ছিলাম। বাউন্ডারির দড়ি নিয়ে প্রশ্ন উঠতেই পারে না। গোটা ম্যাচেই দড়ি ওই জায়গায় ছিল। পিচ বদল হলে বাউন্ডারির দড়ির জায়গাও বদল হয়। এটাই স্বাভাবিক। সেই কারণে মাঠে অনেক সময়ই সাদা দাগ দেখতে পাওয়া যায়। গোটা মাঠেই দড়ির জায়গা বদল করা হয়েছিল। কোনো একটি বিশেষ জায়গার নয়। কোনো দলকে বাড়তি সুবিধা করে দেয়ার জন্য এমন করা হয়নি। এটা নিয়ে বিতর্ক তৈরি করার কোনো মানে নেই।