তাসকিন ইস্যুতে টাইগার ক্রিকেটে তোলপাড়
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০১:২৯ পিএম
তাসকিন ইস্যুতে টাইগার ক্রিকেটে তোলপাড়। ছবি: সংগৃহীত
বিশ্বকাপের আগে দলে জায়গা পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল টাইগার পেসার তাসকিন আহমেদের। চোট কাটিয়ে বিশ্বকাপে বল হাতে দিয়েছেন আস্থার প্রতিদান। তবে, হতাশাময় বিশ্বকাপ শেষে ফের আলোচনায় তাসকিন। তবে, পারমফরম্যান্স নিয়ে নয়, মাঠের বাইরের অন্য এক ইস্যুতে।
সোমবার (১ জুলাই) একটি বেসরকারি টেলিভিশন তাসকিনকে নিয়ে চাঞ্চল্যকর একটি প্রতিবেদন প্রকাশ করে। সে প্রতিবেদনে দাবি করা হয়, সুপার এইটে ভারতের বিপক্ষে ম্যাচের আগে নাকি ঘুমের জন্য টিমবাস মিস করেছেন তাসকিন। পরবর্তীতে শাস্তি হিসেবে তাকে ওই ম্যাচে আর খেলায়নি টিম ম্যানেজমেন্ট।
এমন অভিযোগের পর বিষয়টি নিয়ে রীতিমত তোলপাড় ওঠে। শেষমেশ জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের একটি প্রতিবেদনে তাসকিনের বিষয়টি তুলে ধরা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির শীর্ষ একজন কর্মকর্তা ক্রিকবাজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। পাশাপাশি সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন তাসকিন, এমন দাবি করা হয় ক্রিকবাজের প্রতিবেদনে।
আলোচিত সেই প্রতিবেদনে বলা হয়, গত ২২ জুন অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। ওই ম্যাচে তাসকিনের বদলে খেলেন ব্যাটার জাকের আলি। ভারত ম্যাচের দিন সকালে তাসকিনকে টিম বাসে না পেয়ে অবাক হন টিম ম্যানেজার ও লজিস্টিক ম্যানেজার। এরপর তারা তাসকিনকে ফোন করেন। কিন্তু তারকা এই পেসার ফোন রিসিভ করেননি।
পরবর্তীতে তাসকিনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাকে রেখেই ছেড়ে দেয়া হয় টিম বাস। একজন বাড়তি স্টাফকে দায়িত্ব দেয়া হয় তাসকিনকে মাঠে নিয়ে যেতে। পরে তিনিই এই পেসারকে নিয়ে মাঠে যান। তবে এ ঘটনার পরে আর একাদশে রাখা হয়নি তাসকিনকে।
ওই কর্মকর্তা ক্রিকবাজকে বলেন- ‘এটা সত্য যে, টিম বাস মিস করার পরেও তাসকিন পরে দলের সঙ্গে যোগ দেন। তবে সে কেন খেলেনি, সেটি কোচ বলতে পারবেন। হেড কোচই ভালো বলতে পারবেন, তাসকিন কি ওই ম্যাচে তার পরিকল্পনায় ছিল কিনা।’
গুঞ্জন রয়েছে বিষয়টি নিয়ে বিসিবি কর্তারাও বেশ ক্ষেপে আছেন। আজ মঙ্গলবার (২ জুলাই) সভা ডেকেছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ওই সভায় তাসকিনের বিষয়টি নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে। বিসিবি সভাপতি এই বিষয়ে কী বলেন, সেই অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।