×

খেলা

যুক্তরাষ্ট্রকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১০:২০ এএম

যুক্তরাষ্ট্রকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে

ছবি : সংগৃহীত

টানা ২ জয়ে শেষ আটে আগেই এক পা দিয়ে রেখেছিল উরুগুয়ে। গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হারলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে উঠে যেত তারা। তবে শেষ ম্যাচে স্বাগতিকদের কাঁদিয়েই শেষ আট নিশ্চিত করল উরুগুয়েনরা।

মাথিয়াস অভিভেরার একমাত্র গোলে অপরাজিত থেকেই কোয়ার্টার ফাইনালে গেল উরুগুয়ে। তাদের জয়ে এবারের আসর থেকে বিদায় নিলো স্বাগতিক দল।

মঙ্গলবার (২ জুলাই) উরুগুয়ের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে নেমেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে যুক্তরাষ্ট্র। তবে কোনো বিপদ হতে দেয়নি উরুগুয়ের রক্ষণভাগ। বিপরীতে যুক্তরাষ্ট্রের রক্ষণভাগের বেশ কিছু পরীক্ষা নিয়েছে উরুগুয়ে। প্রথমার্ধে কোনো গোল না হলে গোলশূন্য সমতা নিয়েই মাঠ ছাড়ে দল দুটি।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৬তম মিনিটে দুর্দান্ত নৈপুণ্যে সাজানো এক শটে ডেডলক ভাঙেন অলিভেরা। এরপর ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠে স্বাগতিক দল। তবে কোনোভাবেই সমতাসূচক গোলের দেখা পায়নি যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত হতাশার পরাজয় নিয়ে মাঠ ছাড়ে কোপার এবারের আয়োজকরা।

এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে উঠল উরুগুয়ে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হারের তাদের টপকে উরুগুয়ের সঙ্গী হয়ে শেষ আটে উঠেছে পানামা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভোলায় আরো সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান

ভোলায় আরো সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান

‘এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল’

‘এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল’

টিভিতে আজ যা দেখবেন

টিভিতে আজ যা দেখবেন

ধরা ছোঁয়ার বাইরে বিদ্যুত খাতের মাফিয়া আজিজ খান

ধরা ছোঁয়ার বাইরে বিদ্যুত খাতের মাফিয়া আজিজ খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App