রোনালদোর হতাশার রাত, কস্তার নৈপুণ্যে শেষ আটে পর্তুগাল
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৮:৩৪ এএম
ছবি : সংগৃহীত
কাগজে-কলমে স্লোভেনিয়ার চেয়ে যোজন-যোজন এগিয়ে পর্তুগাল। মাঠের লড়াইয়েও অপেক্ষাকৃত দুর্বল দলটিকে নাকানি-চুবানি খায়িয়েছে পর্তুগিজরা। তবে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত দলটির রক্ষণভেদ ছেদ করতে না পারায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ।
ইনজুরি টাইমে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর স্পট কিক রুখে দিয়ে সাবেক ইউরো চ্যাম্পিয়নদের হতাশায় ডুবান স্লোভেনিয়ার গোলরক্ষক জান ওবলাক।ইনজুরি টাইমেও ম্যাচের ফল অমীমাংসিত থাকলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। যেখানে পর্তুগিজ গোলরক্ষক ডিয়োগো কস্তা প্রতিপক্ষের টানা তিন শট রুখে দেন। অন্যদিকে পর্তুগিজদের হয়ে রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ এবং বার্নার্দো সিলভা টাইব্রেকারে লক্ষ্যভেদ করেন। শ্বাসরুদ্ধকর এই জয়ে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে পর্তুগিজরা।
মঙ্গলবার (২ জুলাই) ফ্র্যাঙ্কফুর্ট অ্যারেনায় শুরু থেকেই আধিপত্য দেখিয়ে খেলতে থাকে পতুর্গিজরা। ম্যাচের পঞ্চম মিনিটেই আক্রমণে যান বেন দিয়াজ। তবে লক্ষ্যভেদ করতে পারেননি তিনি।
এরপর ম্যাচের ৩১তম মিনিটে ক্যানচেলোর ক্রসে রোনালদোর দুর্দান্ত এক হেড প্রতিহত করেন স্লোভেনিয়ার ডিফেন্ডাররা। তিন মিনিট পর আরও বড় সুযোগ তৈরি করেছিল পর্তুগিজরা। তবে গোলবার ঘেঁষে চলে যায় ডি-বক্সের বাইরে থেকে নেওয়া রোনালদোর ফ্রি-কিক।
ম্যাচের ৪৪তম মিনিটে পর্তগিজদের প্রায় বিপদে ফেলে দিয়েছিল স্লোভেনিয়া। তবে সেসকোর ডান পায়ের শট রুখে দিয়ে এই যাত্রায় দলকে বাঁচান দিয়াগো কস্তা। শেষ পর্যন্ত গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় পর্তুগাল।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৫তম মিনিটে ফের ফ্রি-কিক নেন সিআর সেভেন। এবারও ব্যর্থ আল-নাসর তারকা। তার ডান পায়ের দ্রুতগতির শট প্রতিহত করেন ওবলাক।
এরপর ম্যাচের ৫৯ ও ৬১তম মিনিটে কাউন্ডার অ্যাটাকে গিয়েছিল স্লোভেনিয়া। তবে দুইবারই গোলবারের বাইরে দিয়ে বল চলে যায়। ম্যাচের ৭২ ও ৮৯তম মিনিটেও ফ্রি-কিক থেকে পর্তগিজ সমর্থকদের হতাশা উপহার দেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা। এতে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা।
অতিরিক্ত সময়ের শুরুর দিকেই রোনালদোর পেনাল্টি শট রুখে দেন জান ওবলাক। এরপর ১০৫তম মিনিটে পেপের থেকে হঠাৎ করেই বল দখলে নিয়েছিল স্লোভেনিয়া। তবে পর্তুগিজ গোলকিপারকে একা পেয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি জান সিলার। শেষ দিকে ব্রনো ফার্নান্দেজের ক্রসে হেড দিয়ে গোল করতে পারেননি রোনালদো।
অবশেষে টাইব্রেকারে গড়ায় খেলা। টাইব্রেকারে স্লোভেনিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পর্তুগাল। শেষ আটে ফ্রান্সের মোকাবিলা করবে পর্তগিজরা।