যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ আয়োজন নিয়ে রোষানলে আইসিসি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১২:০৩ এএম
ছবি: সংগৃহীত
আটলান্টিক পাড়ে বসা টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরটি স্মরণীয় হয়ে থাকবে ভারতের ক্রিকেট দলসহ ভক্ত-সমর্থকদের কাছে। কারণ দীর্ঘ ১৭ বছর পর দ্বিতীয় বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা গেলো ভারতে। কিন্তু ভারত-দক্ষিণ আফ্রিকার ফাইনাল যতটা টান টান উত্তেজনার ছিলো, ঠিক ততোটা ছিলো বিতর্কিত। এর কারণ শেষের ওভারে ডেভিড মিলারের বাউন্ডারি ছোঁয়া বল সূর্যকুমার যাদব তালু বন্দি করেন। ওই ক্যাচের যাচাই নিয়ে তৈরি হয় প্রশ্ন ও বিতর্ক।
যে ক্যাচে ভেঙেছে নিজেদের ইতিহাসে প্রথমবার ফাইনাল খেলা দক্ষিণ আফ্রিকার ট্রফি জয়ের স্বপ্ন। ওই ক্যাচসহ পুরো টুর্নামেন্ট আয়োজনে একাধিক সমস্যা নিয়ে আইসিসির দিকে অভিযোগের তীর সদস্য দেশগুলোর। সোমবার (১ জুলাই) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর নিয়ে অসন্তোষ ও বিরক্তি প্রকাশ করেছে আইসিসির একাধিক সদস্য দেশ। যেগুলো নিয়ে আগামী বোর্ড সভায় আইসিসির কাছে জবাবদিহিতা চাইবে তারা। তবে সদস্য দেশগুলোর নাম প্রকাশ করেনি ক্রিকবাজ।
বিশ্বকাপের শুরু থেকেই পিচ নিয়ে অসন্তষ্টির ছাপ দেখা গেছে দলগুলোর মাঝে। প্রথমবারের মতো এই বিশ্বকাপে খেলেছে ২০ দল। প্রতিযোগিতার মোট ৫৫টি ম্যাচের ৩৯টি আয়োজিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজে আর ১৬ ম্যাচ হয়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকের পিচগুলো টি-টোয়েন্টির জন্য কোনোভাবেই আদর্শ ছিল না। যা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিল চ্যাম্পিয়ন ভারতও। যুক্তরাষ্ট্রে নাসাউ কাউন্টির পিচে ভারতের দেয়া ১২০ রান তাড়া করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। বাংলাদেশও ১১৪ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ব্যর্থ হয়।