বাবর-আমিরদের অধিনায়ক রিজওয়ান
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১০:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপে মোটেই ভালো সময় কাটেনি পাকিস্তানের। বিশ্বমঞ্চের গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘণ্টা বেজেছে দ্য গ্রিন ম্যানদের। এবার বিশ্বকাপের দুঃখস্মৃতি ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে ব্যস্ত দেশটির ক্রিকেটাররা। আসন্ন গ্লোবাল টি-টোয়েন্টি লিগে পাকিস্তানের ৭ ক্রিকেটার খেলবেন।
কানাডার এই টুর্নামেন্টে বাবর আজম ও মোহাম্মদ আমির ছাড়াও মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, আসিফ আলী ও মোহাম্মদ নেওয়াজ খেলবেন। এর মধ্যে ভ্যাঙ্কুবার নাইটসের হয়ে বাবর, রিজওয়ান ও আমির খেলবেন। রিজওয়ানকে এই দলের নেতৃত্বভার দেওয়া হয়েছে।
এর আগে, বাবর-আমিররা অনেকের নেতৃত্বেই খেলেছেন। তবে কখনোই মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে খেলেননি। এবার আসন্ন গ্লোবাল টি-টোয়েন্টি লিগে রিজওয়ানের অধীনেই খেলতে হবে তাদের।
সোমবার (১ জুলাই) রিজওয়ানকে অধিনায়ক ঘোষণা করার পাশাপাশি গ্লোবাল টি-টোয়েন্টির দলও দিয়েছে ভ্যাঙ্কুবার নাইটস।
বিবৃতিতে তারা জানিয়েছে, ‘ভ্যাঙ্কুবার নাইটস গ্লোবাল টি-টোয়েন্টির চতুর্থ মৌসুমে অধিনায়ক বেছে নিয়েছে : মোহাম্মদ রিজওয়ান। অসাধারণ ব্যাটিং দক্ষতা এবং দারুণ উইকেটকিপিং দিয়ে আমাদের জয় এনে দিতে তৈরি তিনি। প্রস্তুত হও, নাইটস!’
এদিকে বাবর ও আমিরের সঙ্গে আসিফ আলীও রিজওয়ানের নেতৃত্বে খেলবেন । অন্যদিকে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে আফ্রিদি ও নেওয়াজ টরোন্টো ন্যাশনালসে খেলবেন । আর বাংলা টাইগার্সের হয়ে ২২ গজ মাতাবেন ইফতিখার আহমেদ।
কানাডার এই লিগে বাংলাদেশের ৪ ক্রিকেটারও খেলবেন। তারা হলেন- সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।
আগামী ২৫ জুলাই পর্দা উঠবে এই টুর্নামেন্টের এবং জমজমাট ফাইনালের মধ্য দিয়ে ১১ আগস্ট এই টুর্নামেন্টের পর্দা নামবে। টুর্নামেন্টের সবকটি ম্যাচই ব্র্যাম্পটনের মাঠে গড়াবে।