×

খেলা

বিসিবির জরুরি সভা মঙ্গলবার, আলোচনায় যেসব বিষয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৯:২০ পিএম

বিসিবির জরুরি সভা মঙ্গলবার, আলোচনায় যেসব বিষয়

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে গত শুক্রবার (২৮ জুন) ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। চলতি মাসে আন্তর্জাতিক কোনো ব্যস্ততা না থাকায় বেশ ক’দিন বিশ্রাম পাচ্ছেন টাইগাররা। অন্যদিকে লাল-সবুজের প্রতিনিধিরা দেশে ফেরার পরই জরুরি মিটিংয়ে বসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (২ জুলাই) মিরপুরে বিকেল ৩টায় এই সভা শুরু হবে। 

এদিকে বেশকটি বিষয় নিয়েই বোর্ড সভায় বসতে যাচ্ছে বিসিবি। এই মিটিংয়ে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্স নিয়েও পর্যালোচনা করা হবে। সোমবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

এ নিয়ে সুজন বলেন, ‘আগামীকাল (২ জুলাই) আমাদের বোর্ডের সভা রয়েছে। রুটিন বিষয়গুলোই আলোচিত হবে। এর বাইরে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কাজের বিষয় নিয়ে আলাপ হবে। বাংলাদেশ দল কোন আইসিসি বা এসিসির আসরে অংশ নিলে, এরপরের সভায় পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়। এবারও তা হবে। এ ছাড়া আলোচ্য সূচিতে অর্থনৈতিক কিছু বিষয় আছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে গ্রুপ পর্বে ৪ ম্যাচে ৩ জয়ে সুপার এইটে উঠেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর সুপার এইটে টানা ২ পরাজয়ে বিদায়ের দ্বারপ্রান্তে ছিল নাজমুল হোসেন শান্তর দল। তবে শেষদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের জয়ে সেমিফাইনালে খেলার সম্ভাবনা জেগেছিল বাংলাদেশ। সেমিতে ওঠার সমীকরণে ১২ দশমিক ১ ওভারের মধ্যে আফগানদের ছুঁড়ে দেওয়া ১১৫ রানের লক্ষ্য পেরোতে হতো টাইগারদের। তবে সহজ সমীকরণ তো দূরে থাক, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষ পর্যন্ত ৮ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

এদিকে বিশ্বকাপ বিরতি শেষে চলমান টাইগার্স ক্যাম্পে যোগ দেওয়ার কথা শান্ত-লিটনদের। সেখানে কোচ সোহেল ইসলামের অধীনে অনুশীলন করবেন ক্রিকেটাররা। জাতীয় দলের বিদেশি কোচরা ছুটি কাটিয়ে না ফেরা পর্যন্ত আসন্ন ব্যস্ত টেস্ট সূচির প্রস্তুতি নেবেন টাইগাররা।

অন্যদিকে সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন আগামী এক থেকে দেড় মাস ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকবেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগে সাকিব, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে শরীফুল, রিশাদ ও সাইফউদ্দিন এবং লঙ্কা প্রিমিয়ার লিগে মোস্তাফিজ ও তাসকিন খেলবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনীতি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

রাজনীতি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

ভারতে পালানোর জন্য সীমান্তে নানকের আত্মগোপনের গুঞ্জন

ভারতে পালানোর জন্য সীমান্তে নানকের আত্মগোপনের গুঞ্জন

আদালতে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী, ৪ মোবাইল ফোন চুরি

আদালতে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী, ৪ মোবাইল ফোন চুরি

হত্যাচেষ্টা মামলায় আসামি ৪৯৯, শেখ হাসিনা-কামাল-কাদের নির্দেশদাতা

হত্যাচেষ্টা মামলায় আসামি ৪৯৯, শেখ হাসিনা-কামাল-কাদের নির্দেশদাতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App