এলপিএলে মোস্তাফিজ-তাসকিন-হৃদয়দের খেলা কবে, কখন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৬:০৯ পিএম
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের পর্দা নামতেই মাঠে গড়াচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। এই টুর্নামেন্টের পঞ্চম আসরে খেলতে ইতোমধ্যেই শ্রীলঙ্কায় পৌঁছেছেন বাংলাদেশের তিন ক্রিকেটার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয়।
এলপিএলের এবারের আসরে হৃদয় ও মোস্তাফিজ ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলবেন। এ ছাড়া কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন তাসকিন।
এদিকে পেসার শরিফুল ইসলামেরও লঙ্কা লিগে লেখার প্রস্তাব ছিল। তবে তাকে এনওসি না দেওয়ার বিষয়টি, আগেই জানিয়ে দিয়েছিল বিসিবি। হৃদয় ও তাসকিনের ছাড়পত্র পাওয়া নিয়েও শঙ্কা ছিল। তবে জাতীয় দলের ব্যস্ততা না থাকায় শেষ পর্যন্ত তাদেরকে অনাপত্তিপত্র দেয় দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।
উল্লেখ্য, আগামী ২১ জুলাই পর্দা নামবে এলপিএলের এবারের আসরের। পাঁচটি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে এবারের আসরে ২০টি লিগ ম্যাচ, প্লে-অফ এবং ফাইনাল মিলিয়ে ২৪টি ম্যাচ হবে।
একনজরে দেখে নেওয়া যাক তাসকিন-মোস্তাফিজদের ম্যাচের সূচি: