×

খেলা

বিতর্কের নায়ক সূর্যকুমার নিলেন বড় সিদ্ধান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৩:৪১ এএম

বিতর্কের নায়ক সূর্যকুমার নিলেন বড় সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। ফাইনালের শেষ মূহুর্তে বাউন্ডারি লাইনে কিলারখ্যাত ডেভিড মিলারের ক্যাচ ধরে কার্যত ভারতকে ট্রফি জিতিয়েছেন সূর্যকুমার যাদব। স্বাভাবিকভাবেই সবকিছু ছাপিয়ে এখন তার ক্যাচটি নিয়েই আলোচনা হচ্ছে।

অনেকে বিতর্ক সৃষ্টি করেছেন। কেউ বলছেন, এটি আউট ছিল না, ছক্কা হয়েছে। আবার কেউ বলছেন, আউটই হয়েছে।

এরই মধ্যে বড় সিদ্ধান্ত নিয়েছেন সূর্যকুমার। বিশ্বকাপের ট্রফি এবং ফাইনাল ম্যাচের তারিখ ট্যাটু করাবেন তিনি। এই ঘোষণাই প্রমাণ করে বিশ্বকাপ জয় তার কাছে কতটা স্পেশাল। 

সূর্যকুমারের শরীরে একাধিক ট্যাটু রয়েছে। শুধু তিনি নন, ভারতীয় দলের একাধিক ক্রিকেটার তা করাতে ভালোবাসেন। কোহলির মতো তারকা খেলোয়াড়েরা বিষয়টিকে অনুপ্রেরণার উৎস বলে মনে করেন। কেবল তাই নয়, ক্রিকেটের সঙ্গে জড়িত স্মরণীয় বিষয়গুলোকে মাথায় রেখেও অনেকে ট্যাটু করেন। যেমন করেছেন রিঙ্কু সিং।

তবে এবার সূর্যকুমারের ট্যাটুটি বিশ্বকাপ জয়কে স্মরণীয় করে তুলবে। পাশাপাশি তার কঠোর পরিশ্রম এবং বিশ্বজয়ের প্রতি অনন্য সম্মান ফুটিয়ে তুলবে। এমনিতেই সূর্যকুমারের কাছে এ জয় চিরস্মরণীয় হয়ে থাকবে। সেটিকেই আরও স্পেশাল করে তুলতে ট্যাটুর মাধ্যমে তা সবসময় নিজের কাছে রাখতে চান তিনি।

টাইমলাইন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App