×
Icon ব্রেকিং
বরগুনায় সেতু ভেঙে বিয়ের মাইক্রোবাস খালে, নিহত ১০

খেলা

টস বিলম্বের পর ফের বৃষ্টি

ভারত-পাকিস্তান ম্যাচ বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০৯:৪৩ পিএম

ভারত-পাকিস্তান ম্যাচ বন্ধ

ছবি: সংগৃহীত

টি-২০ বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে শুরু হওয়ার কথা থাকলেও নিউইয়র্কে বৃষ্টি বাগড়া দেয়ার কারণে সময় মতো মাঠে গড়াতে পারেনি লড়াইটি । অবশেষে কিছুটা বিলম্বে হলেও টস হয়েছে। যেখানে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

কিন্তু ভারত ব্যাটিংয়ে নেমে প্রথম ওভার শেষ করতে না করতেই আবার নামে বৃষ্টি। ফলে শাহিন শাহ আফ্রিদির এক ওভারে স্কোর বোর্ডে মাত্র আট রান যোগ করেই ড্রেসিং রুমে ফিরতে হয় রোহিত শর্মাদের ।

এদিকে ভারত নিজেদের প্রথম ম্যাচে জিতলেও পাকিস্তান যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছে। ফলে ভারতের বিপক্ষে ম্যাচটি ভেস্তে গেলে বড় বিপদে পড়বে বাবর আজমের দল। তখন সুপার এইটে উঠতে হিমশিম খেতে হবে, এমনকি সুপার এইটের টিকিট নাও মিলতে পারে তাদের।

এই মুহূর্তে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে যুক্তরাষ্ট্র। ২ পয়েন্ট নিয়ে ভারত দুইয়ে। তিনে থাকা কানাডার নামের পাশেও আছে ২ পয়েন্ট। পাকিস্তান আছে চারে, দুই ম্যাচ খেলে সবগুলোতে হারা আয়ারল্যান্ড সবার নিচে।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, নাসিম শাহ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি ও উসমান খান।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশভ পন্ত, সূর্যকুমার যাদব, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং ও মোহাম্মদ সিরাজ।

টাইমলাইন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App