×

খেলা

'৭০০' ছুঁয়ে সাকিবের নতুন রেকর্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৪:০৫ পিএম

'৭০০' ছুঁয়ে সাকিবের নতুন রেকর্ড

ছবি: সংগৃহীত

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট ও ১৪ হাজার রানের ডাবল স্পর্শ করলেন বাংলাদেশের অলরাউন্ডার।

গত ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমে এই অনন্য কীর্তি অর্জন করেন সাকিব আল হাসান।

সাকিব আল হাসানের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে আন্দ্রিয়েসহাউসের ব্যাটের কানায় লেগে বল চলে গেল শর্ট কাভারের দিকে। সামনে লাফিয়েও ক্যাচ নিতে পারলেন না নাজমুল হোসেন শান্ত। সে দফায় উইকেট না পেলেও বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি সাকিবকে। এক বল পরই সৌম্য সরকারের দারুণ ক্যাচে কাঙ্ক্ষিত সাফল্য পান বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার। তার নাম উঠে যায় ইতিহাসের পাতায়।

তৃতীয় টি-টোয়েন্টিতে শনিবার যুক্তরাষ্ট্রের হাউসকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট পূর্ণ হয় সাকিবের। এর সঙ্গে ব্যাট হাতে তার নামের পাশে রয়েছে ১৪ হাজার ৫১৫ রান।

সুদীর্ঘ ক্রিকেট ইতিহাসে সাতশ উইকেট ও ১৪ হাজার রানের 'ডাবল' ছোঁয়া একমাত্র ক্রিকেটার সাকিব। এমনকি ছয়শ উইকেট ও ১২ হাজার রানও নেই আর কারও।

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তিন সংস্করণ মিলিয়ে সাতশ উইকেট নিলেন সাকিব। সব মিলিয়ে বিশ্বের ১৭তম বোলার তিনি, স্পিনারদের মধ্যে সপ্তম। আর বাঁহাতি স্পিনে তার আগে এই কীর্তি শুধুমাত্র ড্যানিয়েল ভেটোরির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App